আমাদের কথা খুঁজে নিন

   

শীতবস্ত্র বিতরণ(ডি ইউ আর এস জি)

লেখা-লেখির মাধ্যমে দেশ ও জাতির জন্য কিছু করার মানসিকতা আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের নিয়মিত কার্যক্রমের একটি হল শীতবস্ত্র উত্তোলন ও বিতরণ। ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এবারও আমরা উক্ত কাজটি সফলভাবে সম্পন্ন করেছি। তবে এবার আমরা শীতবস্ত্র বিতরণ করতে গিয়েছি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নে। দিনটি ছিল ০৮ জানুয়ারি।

০৭ জানুয়ারি রাত সাড়ে ৯টায় আমরা টি এস সি থেকে যাত্রা শুরু করি। কমলা পুর রেল স্টেশন পৌঁছার দীর্ঘ সময় পর ট্রেন আসল। তখন প্রায় রাতা ১২টা। যে প্লাটফর্মে আমরা শীতবস্ত্র রেখেছি ট্রেন সেই প্লাটফর্মে দাঁড়ায় নি। ফলে আমাদেরকে কষ্ট করে বস্ত্র গুলো ট্রেনের কাছে নিতে হচ্ছে।

এমন সময় একজন কুলি বলল ট্রেন এক্ষুণি ছেড়ে দিবে। তখন শীতবস্ত্রের বস্তাগুলো আমরা নিজে মাথায় করে ট্রেনে নিয়ে গেলাম। বস্তগুলো ট্রেনে তোলার পর সবার মাঝে এক ধরনের তৃপ্তি লক্ষ্য করলাম। মজার বিষয় হচ্ছে ট্রেন ছেড়েছে তারও প্রায় আধা ঘণ্টা পর। রাতে না খেয়ে যাওয়াতে ট্রেনে বসে যখন শুধু ব্রেড খাচ্ছিলাম তখন আমাদের এক রোভার মজা করে বলল কয়দিনের অভুক্ত থাকলে মানুষ শুধু ব্রেড খেতে পারে তোমাদের না দেখলে কেউ বুঝতে পারবে না।

যাক সারারাত আধ ঘুম আধ জাগরণের পর তিস্তা জংশনে পৌছলাম। সেখান থেকে একটা পিকআপ নিয়ে আমরা ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নে পৌঁছলাম। আগে চেয়াম্যানকে বলে রাখায় একটি স্কুলের মাঠে গিয়ে অনেক লোকের সমাগম দেখতে পেলাম। এত মানুষ দেখে একটু চিন্তায় পড়ে গেলাম সবাইকে কাপড় দিতে পারবো কিনা। অবশেষে শীতবস্ত্র বিতরণ করার পর দেখলাম কেউ বাদ পড়েনি।

কয়েকদিন ধরে টানা পরিশ্রম করা রোভাদের মাঝে আমি আবার তৃপ্তির হাসি দেখতে পেলাম। আসলে বিপি'র কথায় ঠিক কাজের মাধ্যমেই মানুষ একমাত্র সুখ ও আনন্দ লাভ করতে পারে । শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের একজন সহযোদ্ধা হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.