আমাদের কথা খুঁজে নিন

   

শীতবস্ত্র বিতরন ও কিছু কথা, আহ! কেন পীর হলাম না।

মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, ধর্মান্ধতা ও দলান্ধতা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। লেখার শুরুতে শিপু ভাইকে ধন্যবাদ জানাই, আমার গ্রামের বাড়ী লক্ষীপুরে অথচ আমি জানতাম না মজু চৌধুরীর হাটে এত এত ভুমিহীন অসহায় মানুষের বসবাস। এই লেখাটা শীতবস্ত্র বিতরন শেষেই দিতাম কিন্তু আমার কম্পিটার খারাপ থাকায় দেরী হলো। এবার মূল কথায় আছি। এই যে আপনারা উপরের ছবি দুইটা দেখছেন, প্রথম টি একজন পীরের খানকার ছবি, আর পরেরটি খানকার গেটে দাড়িয়ে তোলা আমার ছবি।

আমরা যেখানে শীতবস্ত্র বিতরন করেছি সেখান থেকে এই খানকার দূরত্ব দশ মিনিটের পথ, আমার অনুমান এই খানকাটি তৈরি করতে আড়াই থেকে তিন কোটি টাকা ব্যয় করা হয় । আমরা কয়দিন আগে মজু চৌধুরীর হাটে শীতবস্ত্র দিতে গেলাম, খানকাটির দূরত্ব মজু চৌধুরীর হাট থেকে মাত্র দশ মিনিটের পথ হবার পরেও এইটুকু দুরুত্বে নৌকায় বসবাস করে ভূমিহীন অসহায় কিছু আদম সন্তান ,যারা নিজেদের মানুষ বলে ভাবতে চায়। যাদের অর্থে এই খানকা তৈরী এই শীতে খানকাটির দশ মিনিটের দূরত্বে নৌকায় বসবাসকারী ভুমিহীন আদম সন্তানদের জন্য তাদের হাতে এক খন্ড কম্বল ওঠে নাই । খানকার এক ছেলের সাথে কথায় কথায় জানতে পারলাম আমাদের যাওয়ার ১৫/২০ দিন আগে আশিয়ান সিটির মালিক হেলিকাপ্টার নিয়ে উক্ত খানকায় পীর সাহেবের নিকট দোয়ার জন্য গেছেন, এই হলো আমাদের দেশের বিত্তবানদের রুপ। এটা কি লজ্জার না আনন্দের তা বলব না, শুধু এটুকু বলতে ইচ্ছে হচ্ছে আহ! কেন পীর হলাম না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.