আমাদের কথা খুঁজে নিন

   

একুশ শতকের চাটুকার।

আমি মানুষ না! আমি ..... সবাই চেটে চেটে মহান হচ্ছে; উপরে নিচে পদ পদবি হাঁকাচ্ছে। সীমানার বাহিরে চেটে চেটে নেত্রী মহা নেত্রী হচ্ছে। ডিগ্রী ডিলিট গঙ্গার ডুবো চরে জেগে উঠছে! সবাই চেটে চেটে মহান হচ্ছে; টাকার বিনিময়ে ডলার ভাগাচ্ছে শেয়ার বাজার লুটপাট করে। দরবেশ, তেল তেলে উকিল দামি দামি আবেগ ঝরাচ্ছে! চেতনার স্টক অনিঃশেষ! শুধু ঢাকা'তে নাই মাল। আবুল মালে কয় স্টক এক্সচেন্জ আবার কিতা? সবাই চেটে চেটে মহান হচ্ছে; অথচ তিতাসে নাই জল! যুদ্ধাপরাধীরা-ই সকল যাতনা।

আমাদের আর নাই কোন ভাবনা! কাঁটাতারের সীমান্তে নাই মানবতা। ফেলানী ছিলো না ডটার অব হাসিনা। দেশনেত্রী কয় আমি করমু কিতা? সবাই চেটে চেটে মহান হচ্ছে। সুশীল, কুশীল, কবিয়াল, ছবিয়াল এমন কি কাউয়া। যারা নয় তারা-ই ষড়যন্ত্রকারী! ষড়যন্ত্র সেটা কোথায় উৎপাদন হয়? দিল্লীতে না ঢাকায়? সবাই চেটে চেটে মহান হচ্ছে।

আর আমি চাটুকার-ই রয়ে গেলুম। আমার কথা কেউ ভাবে না! আমি না কাউয়া না মন্ত্রীর পুলা! যদি হতাম জয় অথবা শহীদের কু-সন্তান অথবা কামের চেয়ে নামী দামী কোন কল্প কাহিনীকার। তবে সবাই আমায় মাথায় তুলে রাখতো! আমার পায়ের নিচে পদ পদবি জিকির করতো! আর আমি কমিশন খাইতাম বিনা কামে বীনা মালিক নাচাইতাম। আমি কে? আমি নিজে-ই জানি না! সবাই চেটে চেটে আকাশ পাতাল ভেদ করে যাচ্ছে। আর আমি খড় কুড় দিয়ে স্বপ্নের বারান্দা বানাচ্ছি!! মানুষ হয়ে বেঁচে থাকার জন্য।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।