আমাদের কথা খুঁজে নিন

   

একুশ আমার চেতনা, একুশ আমার বিশ্বাস।

শুধু ভালবাসি, আর ভালবাসতে চাই।

একুশ আমায় কি শেখায়? মনের ভিতর চেতনা কি জাগায়? অন্তরকে গ্রাস করে থাকা মোহ, সামাজীক সকল ব্যাধি দূর করতে বরকতের রক্ত কি কোন আলোড়ন তুলে আমাদের বিবেকের মন্দিরে? এই আজো প্রভাতফেরির গান গেয়ে আসার পর কতজনের বাসায় কোন হিন্দি চ্যানেল চলেনি? এই জাতি এই অংক কখনো কসবেনা। তাই বলি এই প্রভাতফেরি অর্থহীন, অর্থহীন এর সমস্ত আয়োজন, শহীদ মিনার বা কেন? কেনইবা তাতে এত ফুল বিছানো হবে, এত পবিত্র এক বস্তুকে লোহার সুই দিয়ে খুচিয়ে খুচিয়ে তার শরীর ক্ষতবিক্ষত করা । অতঃপর ফুলের সব পাপড়ি ছিঁড়ে ছিঁড়ে তাকে ...............। কেন পুস্পের এত ইজ্জত হরণ? আমার একুশ সেদিন সার্থক হবে যেদিন আমি অনুধাবন করব যে কিভাবে আমার এই প্রিয় ভাষা, তার সংস্কৃতি সংকুচিত হয়ে আসছে।

কিভাবে আমার হাজার বছরের ঐতিহ্যেলালিত সংস্কৃতি হারিয়ে যেতে বসেছে বম্বের বলিউডের লাল নীল অপসংস্কৃতির থাবায়। কিভাবে শাহরুখ, তারপর সাল্মান,অক্ষয়,ক্যাটরিনাদের অনুষ্ঠানের টিকিটের কাটতি আজ আকাশচুম্বি। এইখানে সবাই বাংলাদেশের মানুষ ভারতীয় প্রবাসী বা বংশোদ্ভূতও নয়। কিন্তু দুঃখ একটাই এই দেশের মানুষ হলেন সালাম, সফিউরদের উত্তরাধীকারি বলে নিজেদের দাবি করে, আবার এরকম শহীদমিনার বানায় তাদের স্মরণে। ভারতীয় এসব বড়লোক এবং চরম লোভী সেলিব্রেটিগন আমাদের কি শেখাচ্ছেন তা আমার বোধগম্য নহে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।