আমাদের কথা খুঁজে নিন

   

একুশ, ৫২ বনাম একুশ , ২০০৭ এবং ভাষার ভাসা ডোবা ভাসা দৃশ্য

আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে

চারদিকের পরিবেশ গোপন কানাকানিতে গুঞ্জিত, বাতাসে আজরাঈলের আনাগোনা, রক্তের পিপাসা নিয়ে তাকিয়ে আছে তৃষ্ণার্ন্ত পিচগুলো। বন্দুকের নলগুলো নিরীহ প্রানীদের দিকে লোলুভ দৃর্ষ্টি হেনে অভিশাপ দিচ্ছে মিছিলের বিলম্বকে। এদিকে শোষিত গোষ্ঠীর জীবন হারানো ভয়ে ভীতু নয় কতগুলো সতেজ প্রানের উন্মাদ অভিপ্রায়। পরিবার বিচ্ছেদের বেদনায় ব্যথিত নয় কতগুলো ভালবাসাপূর্ণ হৃদয়। তাদের রক্তের গতিগুলো আজ কোন পাগল প্রায় বিনাশী সুরের মাতাল, তারা যেন কোন অসম্ভবকে আজ মুঠোয় নিয়ে দেখিয়ে দিতে চায় জগতকে, “আমরা ভীতু নই, মায়ের অধিকার আদায়ে আমাদের জীবন সম্পদের কোন মুল্যই নেই”।

তারা মুখকে পেটের কাছে বিক্রি করতে নারাজ। তারা বাঁক মুক্তির শর্তকে জীবনের যে কোন সুখের বদলে বেঁচতে চায় না। তারা মরতে চায়, তবুও মাথা নোয়াতে রাজি নয় অন্যায় দাবীর কাছে। ........... ছোট ছোট কয়েকটি মিছিল হচ্ছে, মিছিলকারীদের হৃদয়ে গলিত লাভা জ্বালামুখে এসে আলোড়ন তুলছে ফেঁটে পড়ার। তারা আজ প্রতিষ্ঠা চায়, পৃথিবীর বৃকে লালনের সুরে কন্ঠ ফাঁিটয়ে গাইতে চায়, তারা বাংলাকে জাগাতে চায়, ভাসাতে চায় স্বাধিন স্রোতে, মানচিত্রের মোহনার প্রতি কোনায়।

........ ঠাস্ ঠাস্ ঠাস্ ------ জীবন মুখ থুবড়ে পড়ে, জীবনের রক্তে ধারা আদ্র করে তোলে পাথর জমিনকে। একুশ, ২০০৭ নিঝুম রাত, কিছু অগোছানো চুলের বিড়ি বেহিসেবি ছেলের দল রাস্তায় কোনায় আল্পনা আঁকছে, আগামী কাল মহান ফেব্র“য়ারী, ঐ দুরে কেন্দ্রীয় শহিদ মিনারে ফুলের তোড়া সাজাচ্ছে ওড়না হেলানো কিছু তন্বী, তাদের কোমল পায়ে শিহরন জাগচ্ছে রাতের গাঁয়ে। শহীদ মিনারের পেছনে আরও কিছু ভাষা প্রেমিক তাদের বিড়ির নলে শুকনো পাতার পশরা সাজাচ্ছেন। রঙ করা হচ্ছে মিনারের বাকী অংশ গুলো। ফুল দেয়া হচ্ছে বাকি পথগুলোয়।

একটা মেথরকে ডাকা হয়েছে গতকালকের টোকাই কর্মসারা দুগর্ন্ধ বিষ্টাগুলোকে পরিস্কার করতে। যা মিনারের পেছন ও পাশের পরিবেশকে দুষিত করে তুলছে, যতই হোক আগামীকাল নামী দামি লোক আসবেন, ব্যাপারটা কেমন দেখায় না। কার মোবাইলে যেন, রিং টোন বেজে উঠল ”সাওয়ারইয়া ও ও সাওয়ারইয়া”। ৫২ র বিকালঃ অতঃপর সেথায় আর জীবনের জাগরন হয়, জীবনের গায়ে গায়ে জীবনের নতুন মাদল হয়। তারপর সব জীবনরা এজীবন গুলোর ঋণ শোধে শপথ বাস্তবায়ন করে।

একটি স্বপ্ন বাস্তব হয়। ২০০৭ কতগুলো এলোমেলো চুল ওড়নার জীবনদল জুতো পায়ে মিনারের বাকিফুলগুলোকে পাদিয়ে ঠেলে সেখানে বসে পড়ল। তাদের একজন হস্তনির্মীত বিড়ি ধরিয়ে লম্বা টানে নিঃশ্বাসকে বড় করল। অতঃপর চলল গল্পের ফোয়ার টম ক্রজ নামের নায়কের নিউ মুভিতে ফ্যাভুল্যাস একটিং। রিতিক রওসানের ধুম ক্যায়া পিকচার হ্যায় য়্যার।

------ ---- চলবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।