আমাদের কথা খুঁজে নিন

   

আমারব্লগ বাংলাদেশে বন্ধ বিধায় প্রেস রিলিজটি দেওয়া হল। কিসের আওয়ামী, কিসের বিএনপি!! কলম-কণ্ঠ-জীবনের প্রশ্নে দলকানা নয়, এক হতে হবে।

So lately, been wonderin, who'll be there to take my place. When I'm gone, you'll need LOVE, to light the shadows on your face....If I could, then I'd, I will go wherever you will go.. Way up high, or down low, I will go wherever you will go... আমারব্লগ ডট কমকে বাংলাদেশে নিষিদ্ধের খবর ও তিনজন ব্লগারের নিখোঁজ প্রসঙ্গে প্রেস রিলিজ প্রিয় ব্লগার, আপনারা হয়তো ইতোমধ্যেই জেনেছেন যে বাংলাদেশের বেশ কিছু ইন্টারনেট নেটওয়ার্ক থেকে আমারব্লগ দেখা যাচ্ছে না। আমরা এখনো বিটিআরসি কিংবা তথ্য ও প্রযুক্তি মন্ত্রনালয় কিংবা স্বরাষ্ট্রমন্ত্রনালয় থেকে কোন অফিসিয়াল চিঠি পাইনি তাই আদৌ বাংলাদেশ সরকার আমারব্লগ ব্লক করেছে কিনা অথবা করলেও ঠিক কি কারনে করা হয়েছে সেটি ও আমাদের জানা নেই। আমরা আশা করেছিলাম আগামীকালের মধ্যে আমরা আসলেই কি হয়েছে সেটি জানতে পারবো। তবে এ বিভ্রান্তিকর এবং সর্বোপরি বিতর্কিত নিষিদ্ধের ঘটনার রেশ না কাটতেই খবর আসে-তিনজন প্রতিথযশা ব্লগারের আটক হবার সংবাদ! ১/ ব্লগার মশিউর রহমান বিপ্লব'কে ও ডিবি পুলিশের পরিচয় দিয়ে বাসা থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। এই প্রসঙ্গে উনার স্ত্রী সানজিদা পারভিন রিতু'র সাথে যোগাযোগ করা হয়েছিলো।

তিনি ও এই খবর নিশ্চিত করেছেন। এই পোস্ট লেখার পূর্বপর্যন্ত আর কোন খবর পাওয়া যায় নাই। ২/ব্লগার রাসেল পারভেজ ও ডিবি পুলিশের পরিচয় দিয়ে বাসা থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। এই প্রসঙ্গে উনার স্ত্রী আসমা বেগম লিপি'র সাথে যোগাযোগ করা হয়েছিলো। তিনি ও এই খবর নিশ্চিত করেছেন।

এই পোস্ট লেখার পূর্বপর্যন্ত আর কোন খবর পাওয়া যায় নাই। ৩/ব্লগার সুব্রত শুভ কে ও কে বা কাহার তার ঢাকা বিশ্ববিদ্যালয় এর হল এর সামনে থেকে উঠিয়ে নিয়ে গেছে বলে জানা গেছে। এই ব্যাপারে আর কোন খবর পাওয়া যায় নাই। আমারব্লগের বাক স্বাধীনতার উপরে হাত এসেছে বলে আমার সন্দেহ করছি- আমরা আরো সন্দেহ করি ব্লগারদের কোন কারন ছাড়া অন্তরীন করা হলে যে প্রতিবাদ আসবে তাকে সামাল দেবার জন্যই আমারব্লগকে বিভিন্ন উপায়ে আজকে বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে! এ নিষিদ্ধের কারন আমাদের জানা নেই যেমন জানা নেই কেন আমাদের ব্লগারদেরকে ডিবি পরিচয়ে তাদের বাসা থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হবে? উপরোক্ত সব গুলো ঘটনার তীব্র নিন্দা আমার ব্লগ করছে এবং আমারব্লগ আবারো সর্বসাধারনের অবগতির জন্য জানায়-আন্তর্জালে বাংলায় বাক স্বাধীনতা রক্ষায় শুরু থেকেই দায়বদ্ধ আমারব্লগ। সেই দায়বদ্ধতা থেকে আমারব্লগ আটক করা সকল ব্লগারের নিঃশর্ত মুক্তি দাবী করে এবং আশা প্রকাশ করে যে বাংলা ব্লগে স্বাধীনতাবিরোধী যে কোনো প্রচারণা ও প্রকাশনার বিরুদ্ধে সদাতৎপর আমারব্লগ এবং তার ব্লগারদের হয়রানী করা অতিস্বত্তর বন্ধ হবে!আমরা অতি সত্বর বাংলাদেশ সরকারের আরো কাছে জানতে চাই আদৌ সরকার আমারব্লগ ডট কমে বাংলাদেশে ব্লক করেছে কিনা এবং কি কারনে করা হয়েছে তাও জানতে চাই।

সুব্রত শুভ একজন ব্লগার রাসেল পারভেজ একজন ব্লগার মশিউর রহমান বিপ্লব একজন ব্লগার আমার উপরের সকল ব্লগারদের নিঃশর্ত মুক্তি দাবী করি!! জয় বাংলা!! "ভেদাভেদ, কাঁদা ছোড়াছুড়ি অনেক হয়েছে!!! আরও হবে!! কিন্তু ব্লগ ও ব্লগার এর অস্তিত্বের এই প্রশ্নে কেউ পিছপা হবেন না। আপনি বিএনপি, সে আওয়ামীলীগ, আমি নিরপেক্ষ, কিন্তু কণ্ঠ আমাদের সবার! আজ তার কণ্ঠ রোধ করা হচ্ছে, তাঁকে মেরে ফেলা হচ্ছে, ধরে নিয়ে যাওয়া হচ্ছে, পরশু আপনাকে নেওয়া হবে!! পরদিন আমাকে!!! সবাই সোচ্চার হোন এই ধরনের ঘৃণ্য সরকারী স্বেচ্ছাচারিতার। বিএনপি-জামাত আজ তামাশা দেখবে, দেশে বা দেশের মানুষের কিছু হলে রাজনীতিবিদদের কিছু হবে না, কিন্তু আমরা সাধারণ, সাধারনের প্রয়োজনে আমাদেরই থাকতে হবে। সরকার আস্তিক নাস্তিক চক্রান্তের ফাঁদে পা দিয়েছে!! এবং ভয়াবহভাবেই দিয়েছে। আজ আপনার পরিচয় তাই আর আস্তিক-বিএনপি-আওয়ামীলীগ হতে পারে না! আজ আপনি একজন ব্লগার, আপনার কমুনিটির উপরে হামলা হয়েছে!! এই সব ব্লগারদের জীবন আজ বিপন্ন হবার পথে, এদের সকলে নাস্তিক নয়!!! অমি পিয়াল নাস্তিক হলে আওয়ামীলীগ-বিএনপির সবগুলা ছাগল!!! সে কখনোই নাস্তিকতা প্রচার বা ধর্মবিদ্বেষ করে নাই! এরকম আরও অনেক নাম জুড়ে দিয়ে ফাঁসানো হচ্ছে!! ভাবুন, আপনিও ফেঁসে যেতে পারতেন, কারো স্বার্থে টান পড়লেই আপনাকে ফাসিয়ে দেওয়া হতো! প্রতিবাদে সোচ্চার হও ব্লগার!! আস্তিক নাস্তিক বিএনপি আওয়ামীলীগ পরে হবে, আগে কণ্ঠ আর কলম বাঁচাও!!" ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.