আমাদের কথা খুঁজে নিন

   

সম্প্রসারিত আমারব্লগ



বিছমিল্লাহির রহমানির রহিম বাকস্বাধীনতা মানুষের একটি অধিকার, স্রস্ঠা মানুষকে বানায়িছেন স্বাধীনভাবে তার চিন্তাধারাকে প্রকাশকরার সুযোগ দিয়ে, তাই স্রস্ঠাকে স্বীকার বা অস্বীকার করার সুযোগ ও এখতিয়ার পর্যন্ত মানুষ্য জাতিকে তিনি দান করেছেন, তাইতো আজ মানুষ নিজেকে সৃস্টি বা মাখলুক হিসাবে স্বীকার করেও স্রস্টাকে অস্বীকার কারার ঔদ্ধত্ব্য দেখায় । কথাগুলো বলছিলাম অনেক দুখ: নিয়ে, জানিনা যাদের জন্য বলা তাদের কর্ণকুহরে পৌছবে কিনা। আমাব্লগ ডট কমে ব্লগ করছিলাম দীর্ঘদিন, হটাৎকরে তাদের মডারেশন আর উন্নয়নমুলক কর্মকান্ডে সম্প্রসারিত হল আমারব্লগ, আর কোনভাবেই প্ররিশ্রমের ব্লগগুলো উদ্ধার করা গেল না ,আজ ভেবে পাইনা এ্যাডমিন কি তাদের দৃষ্টিভংঙ্গীর সাথে অসামঞ্জস্য ব্লগের কারনে আমার লেখাগুলো হাইড করে রেখেছেন নাকি সত্যি ই মডারেশন কার্যক্রমের কারনে দীর্ঘ একামসের ও বেশি সময় নিয়ে সম্প্রসারিত হচ্ছে আমারব্লগ। ?!! নুতন আশায় বুক বেধে এই সামহয়ারে আসা, দেখা যাক কতটুকো গড়ায়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.