আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্ব চ্যম্পপিয়ন ভারত

উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা এবারের ভারতের কৃকেট দল অষ্ট্রেলিয়া সফরে গিয়ে নতুন কিছু করার আশা জাগিয়েছিলেন। ভারত দলে আমার সবচেয়ে পৃয় ব্যটপুরুষ হিসেবে ভাল লাগে রাহুল দ্রাবিরকে। প্রথমত তার ব্যটিং স্টাইল, যতটুকু জানা যায় তিনি যথেষ্ট ভদ্র ও নম্র স্বভাবের। অবশ্যই ব্যটপুরুষ হিসেবে নিশ্চয়ই তিনি খারাপ নন, বিশ্বের প্রথম সারির ব্যটপুরুষের একজন। বোলার হিসেবে জহির খানকে। কোটি কোটি কৃকেট প্রেমি ভারতের জনগন এবার ধরেই নিয়েছেন এবার প্রথমবারের মত বিশ্ব চ্যম্পপিয়ন ভারত অষ্ট্রেলিয়া সফরে গিয়ে অষ্ট্রেলিয়ার মাটিতে অষ্ট্রেলিয়াকে টেস্ট সিরিজে হারিয়ে তাদের "অষ্ট্রেলিয়ার মাটিতে অষ্ট্রেলিয়াকে হারানোর" ইতিহাস সৃষ্টি করবেন ও গৌরব বয়ে আনবেন। কিন্তু তা তো হচ্ছেই না বরং মনে হচ্ছে হয়তো " হোয়াইট ওয়াশ" ই তথা চুনা রং মেখেই হয়তো আসতে হতে পারে। কি হোল ভারতের প্রসিদ্ধ এই কৃকেট দলের? তারা কি শুধু নিজের দেশেই বাঘ - সিংহ, দেশের বাইরে "বেড়াল" হয়ে যান!!!!!! আশা করি বিশ্ব চ্যম্পপিয়ন ভারত সহসাই ঘুরে দাড়াবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.