আমাদের কথা খুঁজে নিন

   

আমেরিকা থেকে শুরু হওয়া বিক্ষোভ সমাবেশ এখন বিশ্ব জুড়ে সারিয়ে গেসে। সারা বিশ্ব এখন রাজনীতিবিদ, ব্যাংকার এবং ফাইনান্সার দের বিরুদ্ধে প্রতিবাদে ব্যস্ত

আমেরিকার সাথে এখন জাপান, কোরিয়া, ফিলিপাইন, অস্ট্রেলিয়া, হং কং, জার্মানি, সুইডেন, রোমানিয়া, ইতালি, ইংল্যান্ড এবং আরও অনন্য দেশ। নিউ ইয়র্কের 'অকুপাই ওয়াল স্ট্রিট' আন্দোলনের পর একই রকমের বিক্ষোভে জড়ো হচ্ছে এশিয়া থেকে ইউরোপের বিভিন্ন শহরের হাজার হাজার মানুষ। শিক্ষার্থী ও সদ্য শিক্ষাজীবন শেষ করেছেন, এমন বেকার যুবকেরা আন্দোলনের সূচনা করেন। বিস্তারিত জানতে নিচের লিঙ্ক গুল থেকে পড়তে পারেন। 'Occupy' protests held around the world. http://english.aljazeera.net/news/asia-pacific/2011/10/201110154143743457.html 'Occupy' protest turns violent in Rome http://english.aljazeera.net/news/asia-pacific/2011/10/2011101515123592784.html সিএনএন, বিবিসি এবং অনন্য মিডিয়া এই বিক্ষোভের খবর তেমন একটা নাই বললেই চলে। শুধুমাত্র আল জাজিরা ওয়েবসাইট এবং খবর চ্যানেলটিতে তে এদের খবর নিয়মিত প্রচার হচ্ছে। আল জাজিরা খবর চ্যানেল সত্যির পতে কাজ করে জার কাড়নেই এই চ্যানেলটি আমেরিকাতে নিষিদ্ধ। সবার মাথায় তাইলে শেষ মেশ বুদ্ধি হল যে রাজনীতিবিদ, ব্যাংকার এবং ফাইনান্সার রাই অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে। আশা করি আমাদেরও মাথায় একদিন বুদ্ধি আসবে যে BNP, AL এর রাজনিতি দিয়ে দেশের কোন উপকার আসবে না।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।