আমাদের কথা খুঁজে নিন

   

মোনালিসার প্রতি

কুড়াই প্রহরব্যেপে স্মৃতিলগ্ন ধূলি হারুন আল নাসিফ, মাইকেল মধুসুদন দত্তের সঙ্গে এ কী কথা শুনি আজ মন্থরার মুখে লিসা চৌধুরী? কৌতুক বাড়িতেছে মনে। কহ, শুনি, দূর করি সকল সংশয় অবিশ্বাস উবে যাক, কাটুক বিস্ময়। অযথার্থ কথা যদি বাহিরায় মুখে অধমের, মাথা তার কাট তুমি আসি, অন্যথায়, চুন-কালি মাখি সারা মুখে ঘুরাও প্রাকাশ্যে; হাটে! যথার্থ যদ্যপি অপবাদ, তবে কহ, কেমনে ভুঞ্জিবে এ কলঙ্ক? বিবেকের দংশন-যন্ত্রণা কিমতে সহিবে সখি দেখ ভাবি মনে। পড়ে কি হে মনে তব পূর্ব-কথা যত? বরেছিলে পতিরূপে প্রণত প্রণামে, সঁপেছিলে তনু-মন উজাড় করিয়া পূজার নৈবেদ্য হেন দেবতার পায়ে; ভুলিয়াছ সে কথা কি আজ বিলক্ষণ? কী সত্য করিলা তুমি ধর্ম সাক্ষী করি মোর কাছে? কাম-মদে মাতি যদি তুমি বৃথা আশা দিয়া মোরে ছলিলা, তা কহ; নীরবে এ দুঃখ আমি সহিব তা হলে! কামীর কুরীতি এই শুনেছি জগতে সরলের মন চুরি করে সে সতত কৌশলে নির্ভয়ে ধর্মে দিয়া জলাঞ্জলি প্রবঞ্জনা-রূপ ভস্ম মাখে মধু রসে একুপথে রাহী কিহে চৌধুরী দুহিতা? পবিত্র প্রতিজ্ঞা তুমি ভাঙ্গিলা সহজে? এ মোর দুর্দশা হেরি কতজনে শত মুখে দিতেছে ধিক্কার, ঠাট্টা- সে না হয় না-ই বলিলাম; ঘৃণা-সেতো বলিবার নয়, এত অপরাধ করিয়াছি সখি কোন কালে? তব কাছে আছে কি উত্তর? যে বেদনা জাগে আজ অতীত স্মরিতে সর্বহর কাল তারে না পারে হরিতে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।