আমাদের কথা খুঁজে নিন

   

ভাবী কি কাছের মানুষ?

মনে মনে বিশ্বনিয়ন্ত্রা সর্বশক্তিমান মহান আল্লাহর শাহী দরবারে প্রতিনিয়ত ফরিয়াদ করি কোনো আপনজন যেন কর্ম দিবসে মৃতু্যবরণ না করেন! কিন্তু এই ফরিয়াদ রক্ষা করা বোধ হয় দয়াময় প্রভুর জন্য একটু . . . । এক টুকরো রুটির জন্য আমরা যারা 'চাকরি' নামক গোলামির পিঞ্জিরায় জীবনটাকে বন্দি করে রেখেছি এবং 'ছুটি' নামক ছোট্ট একটি শব্দের কাছে স্বাধীনতাকে ইজারা দিয়েছি তাদের জন্য আজরাইলের এমন কি ঠেকা পড়েছে যে, শুধু বেছে বেছে বন্ধের দিনে মর্তে গমন করবে? ভয়-শঙ্কায় মনটা সবসময় গুটিয়ে থাকে হায় যদি কোনো প্রিয়জন কর্ম দিবসে মৃতু্যবরণ করে তাহলে তার জানাজায় অংশ নেয়া কিংবা শেষবারের মতো প্রিয় মুখটি একবার দেখার সুযোগ হয়তো হবে না। এমনটি হয়েছেও অনেকবার। চাচাতো ভাই কিংবা বোন, চাচা কিংবা চাচী, গ্রামের প্রিয় বড় ভাই কিংবা প্রিয় কোনো বাল্যবন্ধুর মৃতু্যর সংবাদ শুনে 'বস' এর কাছে ছুটি চাওয়ার হিম্মত হয়নি। কী জানি পরক্ষণে বসের বিষাক্ত কথায় নিজেরই মৃতু্যর স্বাদ পেতে মনটা ব্যকুল হয়ে উঠে! অফিসে এমন একটা পরিস্থিতি বা আবহ সৃষ্টি করে রাখা হয়, যেন নিজের মৃতু্য না হওয়া পর্যন্ত কেউ ছুটি চাইতে না পারে! গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কোনো 'বস' আমার এ লেখাটি পড়ে হয় তো বলবেন 'শালা' আমাদের সম্পর্কে এমন মিথ্যা অপবাদ দিতে পারলে? না 'বস' আপনাদের জন্য আমার এ লেখা প্রযোজ্য নয়।

তবে আপনারা চোখ-কান খোলা রাখলে আপনার আশ-পাশে এমন জাদরেল চৌকস 'বস' দেখতে পাবেন কাতারে কাতারে। 'বেচারা' বেশী দিন হয়নি জয়েন করেছে আমাদের সাথে। মুটামুটি সুখেই চলছিল তার চাকরি জীবন। হঠাৎ সে দিন খবর এলো তার ভাবী মারা গেছে। ভারাক্রান্ত মনে এক পা দু'পা করে সে চলে যায় বসের চেম্বারে, ধরা গলায় বলে, স্যার আমার ভাবী মারা গেছেন।

এখনই বাড়ী যেতে হবে। তার দিকে তাকিয়ে কর্কস কণ্ঠে চড়া গলায় বস বলেন, ভাবী কি কাছের মানুষ? তার জন্য বাড়ী যেতে হবে কেন? বেচারাকে দেখে মনে হলো বসের চেম্বার থেকে যেন কুইনাইন গিলে বের হয়েছে। তার মুখ থেকে এ কথা শুনার পর অন্যদের মধ্যে কোনো প্রতিক্রিয়া না হওয়ায় সে আরো বেশী আশ্বর্য হয়েছিল! এটি একটি ঘটনা মাত্র। এমন ঘটনা এদেশের বেসরকারী প্রতিষ্ঠানে অহরহ ঘটছে। বসদের কাছে প্রতিনিয়ত উপেক্ষিত হচ্ছে অসহায় 'রুটি' কাঙ্কালদের ছুটির আর্জি।

এ বিষয়টির প্রতি মানবাধিকার ভাই-বোনদের দৃষ্টি পড়েনি বলেই মনে হচ্ছে। নাকি উনারাও উনাদের অফিসে স্টাফদের সাথে এমনটিই করে থাকেন! == হাতে সময় থাকলে পড়তে পারেন . . . . তালাকনামা ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।