আমাদের কথা খুঁজে নিন

   

ফ্রান্সের ভাবী প্রেসিডেন্টের কান্ড ।

:::.....সাফল্য একদিনে আসে না.....:::
দমিনিক স্ত্রস কান বর্তমান আইএমএফ প্রধান ও ফ্রান্সের স্যোসালিস্ট পার্টির নেতা (ফ্রান্সের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ধারণা করা হচ্ছে) গতকাল শনিবার যৌন নির্যাতনের অভিযোগে জন এফ কেনেডি বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয় । নিউ ইয়র্ক পুলিশের মুখপাত্র পল ব্রাউন সাংবাদিকদের বলেছেন, ৩২ বছর বয়সি এক নারীর অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য দমিনিককে আটক করা হয়েছে। আগামী বছরের এপ্রিলে অনুষ্ঠেয় ওই নির্বাচনের প্রায় ১ বছর আগে যুক্তরাষ্ট্রে এ কেলেঙ্কারিতে জড়ালেন দমিনিক। দমিনিক যে হোটেলে ছিলেন, অভিযোগকারী নারী সে হোটেলেরই কর্মী। দমিনিক যৌনাকাক্সক্ষা থেকে তার ওপর চড়াও হন বলে ওই নারীর অভিযোগ।

পুলিশ মুখপাত্র ব্রাউন বলেন, সন্ধ্যার ঘটনার পরপরই তড়িঘড়ি করে হোটেল ছাড়েন দমিনিক। বিমানবন্দরে গিয়ে প্যারিসগামী এয়ার ফ্রান্সের একটি বিমানেও উঠে পড়েছিলেন তিনি। কিন্তু বিমান ছাড়ার আগেই দমিনিককে নামিয়ে আনে নিউ ইয়র্ক পুলিশ। পুলিশ জানায়, টাইমস স্কয়ারের কাছের বিলাসবহুল সোফিটেল হোটেল এ ঘটনা ঘটে। এরপর ওই হোটেলকর্মীকে কাছের রুজভেল্ট হোটেলে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

নারী কেলেঙ্কারিতে এর আগেও জড়িয়েছেন দমিনিক। ক্ষমতার অপব্যবহার করে ২০০৮ সালে আইএমএফ'র উচ্চপদস্থ এক নারী অর্থনীতিবিদের সঙ্গের ঘটনার জন্য ক্ষমাও চাইতে হয় তাকে। ১৯৭৭ সালে সোস্যালিস্ট পার্টিতে যোগ দেন তিনি। ১৯৯১ সালে দমিনিক ফরাসি সরকারের শিল্পমন্ত্রীর দায়িত্ব নেন। ১৯৯৫ সালে প্যারিসের উত্তরাঞ্চলীয় সার্সেই'র মেয়র নির্বাচিত হন তিনি।

১৯৯৭ সালে নির্বাচনে জয়ী হয়ে অর্থমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেও দুই বছর পর ১৯৯৯ সালে তিনি পদত্যাগ করে। এরপর ২০০৭ সালের নভেম্বর মাসে ৫ বছরের জন্য আইএমএফ'র ব্যবস্থাপনা পরিচালক মনোনীত হন দমিনিক। আর বর্তমান প্রেসিডেন্ট সারকোজির কথাতো আর বলার কিছু নেই, তার ঘরের মধ্যেই আছে নীল ছবির নায়িকা ও নোড মডেল Carla Bruni মানে তার স্ত্রী । আর বাহিরেতো তার ও এমন মেলা কাহিনী আছে । ইদানিং সে আবার তার দেশে হিজাব নিষিদ্ধ করছে ।

এদের মতো লোকেরাই আমাদের উপর সর্দারী করে । হায় পৃথীবি.......হায় আদম সন্তান ।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.