আমাদের কথা খুঁজে নিন

   

এশিয়ার জঘন্যতম ভারতীয় আমলাতন্ত্র

Shams এশিয়ার সবচেয়ে নিকৃষ্টতম আমলাতন্ত্র ভারতের. সমীক্ষা করে এমন রিপোর্ট প্রকাশ করল হংকং ভিত্তিক একটি প্রখ্যাত কনসালটেন্সি সংস্থা. ক্রম অনুযায়ী ভারত ১০ পয়েন্টের মধ্যে পেয়েছে ৯.২১. ভিয়েতনাম-৮.৫৪, ইন্দোনেশিয়া-৮.৩৭, ফিলিপিন্স-৭.৫৭, চিন-৭.১১. আমলাতন্ত্রের ক্ষেত্রে সবচেয়ে ভাল জায়গায় রয়েছে সিঙ্গাপুর-২.২৫. এর পর হংকং-৩.৫৩, থাইল্যাণ্ড-৫.৫২, জাপান-৫.৭৭, দক্ষিণ কোরিয়া-৫.৮৭, মালয়েশিয়া-৫.৮৯. তালিকায় ভারতের অবস্থান একেবারে নীচে. অণ্ণা হাজারেদের দুর্নীতি বিরোধী আন্দোলন এবং রাজ্যসভায় 'লোকপাল-প্রহসনে'র পটভূমিতেই 'পলিটিক্যাল অ্যান্ড ইকনমিক রিস্ক কনসালটেন্সি লিমিটেড' রিপোর্টে বলা হয়েছে, ভারতীয় আমলাতন্ত্রের ওপর বাণিজ্য মহলের বিভিন্ন প্রভাব রয়েছে. ঘুষের ব্যাপারেও ভারতীয় আমলারা দড়. তাঁরা সাগ্রহে সেদিকে তাকিয়ে থাকেন. বিনিয়োগকারীরাও ঘুষের বিনিময়ে লালফিতের গণ্ডি টপকাতে চান. আবার বিদেশি বিনিয়োগকারীরা মনে করেন, ভারতের আমলারা নেতিবাচক মানসিকতা সম্পন্ন. ওই রিপোর্টে ভারতের জটিল কর ব্যবস্থা, পরিবেশ বিধিকেও বিশেষ ভাবে দায়ী করা হয়েছে. দায়ী করা হয়েছে মান্ধাতা আমলের ব্রিটিশ মডেল প্রভাবিত শাসনতান্ত্রিক জটিলতাকেও. একই ভাবে দেশের উন্নয়ন ব্যাহত হওয়ার মূলে লাল ফিতের ফাঁসকেই কারণ বলে চিহ্নিত করা হয়েছে. সমীক্ষায় এও জাননো হয়েছে, ভারতীয়দের কাছেই ভারতীয় আদালত ব্যবস্থা আকর্ষণহীন এবং তা সকলেই এড়িয়ে যেতে চান. দেশের বিচারব্যবস্থার যুক্তিহীন দীর্ঘসূত্রতায় ক্ষুব্ধ দেশবাসীর ভরসা কমেছে বিচারব্যবস্থার ওপরই.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.