আমাদের কথা খুঁজে নিন

   

টিপস: মেমোরীকার্ড এর লক খোলার উপায় ।

ভালো লাগে ভ্রমন করতে, ভালোবাসি বন্ধুদের সাথে আড্ডা দিতে, অবসর সময় ফেইসবুকে চ্যাটিং করি, সময় পেলে ইলেকট্রিক যন্ত্রপাতি নিয়ে কাজ করি। এই কাজ করার জন্য আপনাকে Xplore নামের একটা ফাইল ম্যানেজমেন্ট সফটওয়্যার প্রয়োজন তাই সফটওয়্যার নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করুন। সফটওয়্যার টি আপনার মোবাইল এ ইন্সটল করুন। এবার সফটওয়্যার টি ওপেন করুন এবং কিছু সেটিং পরিবর্তন করার জন্য শুন্য (0) চাপুন একটা বিশাল কনফিগারেশন এর মেন্যু আসবে সেখানে “Show the System Files” অপশনে টিক দিয়ে শেভ করুন। এবার আপনার মেমরি কার্ড এর পাসওয়ার্ড পাওয়ার জন্য “ C:/ Sys/Data/Mmcstore” লোকেশন এ গিয়ে তিন (3) বাটনে চাপ দিন দেখবেন কি যেন হিজিবিজি লেখা এসে হাজির হয়ে গেছে। এবার সেখানে ৩ নং কলামে ! TMSD02G (c??”?x???1?2?3?4?5 এই ধরনের একটা কোড পাবেন এবার এই কোড থেকে প্রশ্নবোধক চিহ্ন (?) বাদ দিয়ে অক্ষর গুলো নিন যেমন আমার দেয়া কোড গুলো থেকে প্রশ্নবোধক চিহ্ন (?) বাদ হলে '12345' পাওয়া যায়। তাহলে পাসোয়ার্ড হল “12345। আর যদি আপনি “ C:/Sys/Data/Mmcstore” এখানে না যেতে পারেন তাহলে মনে করবেন যে আপনার মেমোরিতে পাসোয়ার্ড দেয়া নাই। software download LINK: Click This Link

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।