আমাদের কথা খুঁজে নিন

   

অপারগ

|শৈল্পিক সৌন্দর্যের লীলাভূমি| কফিন নেই কবির মুখে আর হাতে পেরেক দিও চিন্তাকেও বাঁধবে হুতুমের ডাকে ঘুম ভাঙ্গলে জানালা নিঃশব্দে খুলো একলা চাঁদ কবির চিন্তা ছড়ায় সুন্দর সকাল জাগায় কফিনের ফাঁক গলে কবির শরীর নরম চাঁদের আলো মমি আর শ্মশানের ছাই শুয়ো পোকা জীবনের একদিন ঝি ঝি পোকার গান হয়ে বাঁচি কবিতাকে একদিন গান গেয়ে জানান দিই ভোরের দোয়েল অথচ পদদলিত হলও অন্ধকারকে আঘাতের ফলে মিথ্যাকে অস্বীকারের ফলে দশের মুক্তি চেয়েছে বলে থাকতে যাকে দাও নি সম্মান মৃত্যুতে গেয়ো না তার গান

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।