আমাদের কথা খুঁজে নিন

   

অপারগ আমি

আশা ছলনে, আশার কূহকে

এবারের বিজয় দিবসে আমি কাউকে বিজয়ের শুভেচ্ছা জানাতে পারছি না, কারণ আমার বিজয় আমার কাছ থেকে ছিনতাই হয়ে গেছে... আমার ভোট আমার কাছ থেকে ছিনতাই হয়ে গেছে, আমি ভোট দিতে চেয়েছিলাম, চেয়েছিলাম আমার পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে , কিন্তু আমি জানতে পারলাম, বিনা প্রতিদ্বন্দ্বিতায় একজন প্রার্থী বিজয়ী হয়ে গিয়েছেন ......................। আমি একটি জাতীয় পতাকা কিনতে চেয়েছিলাম, কিন্তু তিন গুন দামে পেয়াজ কিনতে গিয়ে আমি আমার জাতীয় পতাকা কেনার টাকাটা খুইয়ে ফেলেছি, জাতীয় পতাকা কেনার টাকাটা আমার কাছ থেকে ছিনতাই হয়ে গেছে....................। আমি আমার পতাকার দিকে তাকাতে পারিনা, পেট্রোল বোমা, ককটেল, গুলিতে নিহত আমার ভাইয়েদের রক্তের আগুনজ্বলা লাল রঙের দিকে আমি তাকাতে পারি না, অবরোধে আমার রাস্তার পাশের সব সবুজ কেটে ফেলা হয়েছে, পতাকার গাঢ় সবুজ আজ আমার কাছে ধুসর মনে হয়, মনে হয় আমার পতাকাটাও আমার কাছ থেকে কেউ কেড়ে নিল...........। আমি আন্তরিকভাবে দুঃখিত, এবারের বিজয় দিবসে আমি সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানাতে পারলাম না ........................।।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।