আমাদের কথা খুঁজে নিন

   

"তোমাকেই আরাধ্য মানি "

নাটক কইরেন না, ভাল্লাগেনা আকাশের মত মুহুর্তে রঙ বদলায় তোমার, কি করব অভাগিনী আকাশটাই ভাল লাগে আমার। তুমি যদি ব্যথা দাও মধুর লাগে, এতটুকু কথা হলে শিহরন জাগে। ভালবেসে কাছে টেনে নাই হলে আপন, তবু তুমি রাজপুত্র সুখের স্বপন । রোজ রাতে ঘুম ভাঙ্গে চোখ ভেজা জলে, পাশে তুমি নাই থাক আছো মিশে বুকের অতলে । সকালটা তুমি মোর এক মুঠো সোনা রোদ, সারা বেলা এই দেহে তোমার আরাধ্য বোধ । ভাল যদি থাক তুমি আমি ভাল থাকি, বুঝিস না কেনরে তুই প্রাণ পাখি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।