আমাদের কথা খুঁজে নিন

   

আমি তোমাকেই ভালবাসি

নিজেকে কবি বলে পরিচয় দিতে ভাল লাগে। ভালবাসি দেশকে।

এর আগে আমার দিল্লী সফরের একটা ক্ষুদ্র অভিজ্ঞতার কথা লিখেছিলাম। এবার গদ্য নয়, একটা পদ্য। তাৎক্ষণিকভাবে রচিত এ কবিতাটি দিল্লীর পাঁচ তারকা হোটেল ''অশোকা ইন্টারন্যাশনাল'' এ আমাদের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে পাঠ করেছিলাম।

আমি তোমাকেই ভালবাসি রাজস্থানের মরুপ্রান্তরে বসে মনে পড়ে যায় তোমার শ্যামলিমা, উত্তর প্রদেশ আর হরিয়ানার শস্যহীন ধু ধু মাঠ দেখে মনে পড়ে যায় সোনালী সবুজ ফসলে ভরা দিগন্ত জোড়া মাঠ। ভালবাসার তাজমহল, ভালবাসার তাজমহলের পাশেই প্রেমের নদী যমুনা, সেই ক্ষীণ,মৃত যমুনা দেখে পড়ে যায় মনে পদ্মা মেঘনার উত্তাল তরঙ্গ, মনে পড়ে যায় বর্ষায় বিনাশী গোমতী আর খরস্রোতা কর্ণফুলী। এইখানে এই উষ্ণ ভূমিতে এইখানে এই বিদেশে, এই দিল্লীতে প্রচন্ড দাবদাহে ক্লান্ত শ্রান্ত আমরা। অথচ স্বদেশে এখন শ্রাবনের অঝর ধারা, বৃষ্টিস্নাত সেই সবুজের কোমল ষ্পর্শ হতে বঞ্চিত আমরা এই বিদেশে। স্বদেশ ছাড়লেই মনে পড়ে তোমাকে স্বদেশ ছাড়লেই বুঝি কত অমূল্য তুমি, তুমি আমার বাংলা তুমি আমার সোনার বাংলা।

গলা ফাটিয়ে চিৎকার করে বলতে ইচ্ছা করে, ’’আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি’’, শুধু তোমাকেই ভালবাসি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।