আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের অবস্থা না হয় যেন জিম্বাবুয়ের মতো...!!!

আজকের প্রথম আলোতে পড়লাম-নূতন নোট ছাপিয়ে সরকারের অর্থনৈতিক সঙ্কট দূর করার কথা। পড়ে মনে হল আমাদের দেশ যারা পরিচালনা করছেন তাদের মধ্যে কি একজনও নেই যিনি বুঝতে পারেন যে এভাবে বাজারে নগদ অর্থের পরিমাণ বেড়ে যেয়ে আমাদের জিনিস পত্রের দাম আরও বাড়াবে। আমাদের অর্থনীতিবিদেরা গলা ফাটিয়ে একটা কথা বোঝনোর চেষ্টা করে যাচ্ছেন-কৃষি নির্ভর অর্থনীতিতে নোট ছাপিয়ে বেশি দাম দিয়ে জিনিস কিনতে বাধ্য করা মানে আমাদের মাথায় লাঠির আঘাত করা। দশ টাকা দিয়ে কৃষক থেকে কিনে আশি টাকায় আমাদের কাছে বিক্রি করে। আমরাও কিনছি।

কারণ আমাদের কাছে নগদ টাকার সঙ্কট নেই। কিন্তু এভাবে কতদিন?এরপর দেখা যাবে আশি টাকায় নয় হাজার আশি টাকা দিয়েও আর কেনা যাচ্ছেনা। সিন্ডিকেট শব্দটা এমনিতেই গলায় ফাঁসের মত আটকে আছে। সেই ফাঁস খুলতে পারছিনা,তারপর এখন নূতন টাকার চক্কর। সরকারের কাছে আকুল আবেদন-প্লিজ আমাদের বাঁচান!আমরা ভোট দিয়ে আপনাদের ক্ষমতায় এনেছি দুবেলা দুমুঠো শান্তিতে খেতে।

বুট জুতো দিয়ে পিষে ফেলতে নয়। দ্রব্য মূল্যে নামক জুতোর নীচে পড়ে আমরা কেবল কোঁকাচ্ছি । নয়তো দেখা যাবে জিম্বাবুয়ের মত একদিন আমরাও এক কেজি আলু কিনতে যেয়ে অনেক বড় একটি ব্যাগ ভরতি করে টাকা নিয়ে ঘর থেকে বের হবো। কাজেই সাধু সাবধান! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।