আমাদের কথা খুঁজে নিন

   

কোন সন্দেহ??

জীবন হচ্ছে সেই জলের মত, যে জলে আগুন জ্বলে! লিওনেল মেসি টানা তৃতীয়বারের মতো জিতলেন ফিফা-ব্যালন ডি’অর। কাল জুরিখে আলো-ঝলমল মঞ্চে ২০১১ সালের বর্ষসেরা নির্বাচিত হওয়ায় তাঁর হাতে তুলে দেওয়া হলো ট্রফি। মেসিই এইকালের সেরা ফুটবল খেলোয়ার। আর সর্বকালের সেরা খেলোয়ার হওয়ার জন্য শুধুমাত্র একটা বিশ্বকাপ ট্রফি দরকার ওর। কোন সন্দেহ?? ফিফার সর্বকালের সেরা খেলোয়ারের খেতাবপ্রাপ্ত কেলে কি চিন্তিত? তবে দর্শকদের ভোটে সর্বকালের সেরা খেলোয়ারের খেতাবপ্রাপ্ত ম্যারাডোনা অবশ্য খুশি, হাজার হলেও মেসি তো তার "দেশী পোলা"! থাক বাবু কান্দে না!! রোনালদো এইবারও ব্যর্থ। তয় রোনালদো-ভক্তরা দুঃখ কৈরেন না, আপনাদের জন্য মেসি-ভক্তদের পক্ষ থেকে সামান্য ট্রিটের আয়োজন করা হৈছে। এই নেন মুড়ি খান-- খালি নিজেরাই সব খাইয়া ফেইলেন না, আপনাগো রোনালদোরেও এক্টু দিয়েন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।