আমাদের কথা খুঁজে নিন

   

ঘুমায় তখন আকাশমনি গাছ ...

মুন রিভার ... পথের মাঝে যানবাহনের হর্ণ আর দুপাশে ফুটপাথ গম্ভীর পথের মাঝে নিয়ন বাতির রঙ বাড়ি ফেরা ক্লান্ত মুখের ভীড়। আমি কেবল রাতজাগা এক কবি পথের সবার অলক্ষ্যে চুপচাপ সরল চোখের সহজ কালোয় সব-ই দৃশ্যগুলো শব্দ আকড়ে থাক। পথের মাঝে অদৃশ্য প্রেতাত্মা আর দুপাশে বিগত ফাল্গুন তখন সবার নিঃশ্বাস কার্বন কালো ধোঁয়ার শব্দ-কল্প-দ্রুম। আমি কেবল কল্পনাতে থাকি ছায়ার কানে ফিসফাস, ফিসফাস পীচ ঢালা পথ ভালোবাসে যারা তাদের ঘুমে ঘুম করি তালাশ। ঘুমায় তখন আকাশমনি গাছ .... আকাশমনি গাছের পাতায় ভোর হবে, ভোর হয়'  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।