আমাদের কথা খুঁজে নিন

   

কবিরা ঘুমায় না

``চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই। তা প্রকাশ করতে যদি লজ্জাবোধ হয়, তবে সে ধরনের চিন্তা না করাই বোধ হয় ভাল।' -- প্রাচীন গ্রীক কবি ইউরিপিডিস (৪৮০-৪০৬ খ্রীঃ পূঃ)

কবিরা ঘুমায় না মানুষ ঘুমিয়ে গেলে জেগে ওঠে পৃথিবী, কবিরা ঘুমায় না- যখন নিদ্রিত থাকে, তখনো সে অধিক সজাগ। ওই যে কোলাহল, চারদিকে, ওগুলো মানুষের ; সাথে কিছু যন্ত্রের হুঙ্কার আর পৃথিবীর পাঁজর-ভাঙা ল্যাপ্টানো আর্তনাদ- মানুষের সঙ্গ পেলে প্রকৃতিও অস্থির হয় ! ঘুমের অঘোরে ডুবে এতোসব ঘুমহীন কোলাহল নিয়ে কবিরা ঘুমাতে পারে না- মানুষের পৃথিবীতে কবিরা ঘুমায় না কখনো। (২৯/০৪/২০০৮)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।