আমাদের কথা খুঁজে নিন

   

মনের ক্ষোভ থেকে কিছু লেখা। ইচ্ছে হলে পইড়েন আর ইচ্ছে না হলে পইড়েন না। আর কত বা এর শেষ কোথায়................?

মনের ক্ষোভ থেকে কিছু লেখা ইচ্ছে হলে দেখেন ইচ্ছে না হলে দেইখেন না শিরোনাম দিয়ে কয়েকটি কথা লিখব আপনারা বলবেন কথা গুলো কি ঠিক না বেঠিক। আজকের পত্রিকায় দেখলাম জাহাঙ্গীর নগরে ছাত্র দের হামলায় এক ছাত্রের মৃত্যু। আবার দেখলাম গতকালকে সড়ক দুর্ঘটনায় এক সাংবাদিক সহ ১২-১৩ জন এর মৃত্যু। আবার দেখলাম গতকাল বি এন পির রোড মার্চে বি এনপির দুই গ্রুপের মধ্যে চেয়ার ও লাঠি দিয়ে মারা মারি। প্রতিদিন পত্রিকা খুললে দেখা যায় যে দেশে সড়ক দুর্ঘটনা, ছাত্রলীগের হামলা, পুলিশি হামলা, গুপ্তহত্যা, জমি দখল নিয়ে হাউজিং সন্ত্রাসী দের সাথে মারামারি এবং খুন, চাঁদাবাজি, ধর্ষন, কামাল মজুমদারের মত রাজনীতিবিদদের প্রভাব দেখানো, একদল আরেক দলের উপর ঈর্ষান্বিত হয়ে পাল্টাপাল্টি কথা ছুড়ে মারা এসব অহরহ লেগেই থাকছে।

আওয়ামীলিগ কে দেশের মানুষ ক্ষমতায় বসিয়েছে মানুষের যে প্রত্যাশায় সেই প্রত্যাশা তো দূরের কথা তার ২০ ভাগ করছে কিনা আমার সন্দেহ রয়েছে যা আপনারা ও জানেন। আওয়ামীলিগ ক্ষমতায় আসার আগে একটি ওয়াদা ছিল আর তা হল ঘরে ঘরে চাকরি দেয়া । সে চাকরি দেয়া তে দূরের কথা প্রতি গোষ্ঠিতে একজন করে সরকারী চাকুরি দেয় কিনা তাও আমার জানা নেই। আওয়ামীলিগ ক্ষমতায় এসে শুধুমাত্র একটি গোষ্ঠির লাভ হয়েছে আর তাহ হল সরকারী দলের গুটি কয়েক লোকের । যারা কাড়ি কাড়ি টাকা বানিয়েছে আর তা প্রকাশ পাবে ফখরুদ্দিন সরকারের মত কোন তত্ত্বাবধায়ক সরকার যদি বাংলাদেশে আসে তাহলে।

আওয়ামীলিগ আর আমাদের জনগনের সাথে প্রতারনা মূলক কিছু কাজ করছে যেমন বানিজ্য মন্ত্রীর কম খাওয়ার পরামর্শ, অর্থমন্ত্রীর স্টুপিড এবং ফটকা বলে বিনিয়োগকারীদের গালি দেয়া, আবুল এর যোগাযোগ খাত নিয়ে জনগনকে ভোগান্তির শিকার করা, নেীমন্ত্রীর যোগাযোগ খাতে এক সন্ত্রাসী ত্রাস তৈরি করা, সাহারা খাতুন এর উক্তি আইন-শৃংখলা পূর্বের তুলনায় অনেক ভালো বলে অবহিত করা, এবং গুপ্ত হত্যার খবর পত্রিকা পড়ে জানা এবং তার কোনো ব্যাবস্থা না নেয়া। প্রতিদিন এই সব নিউজ দেখতে দেখতে আমরা জনগন আজ পুরাই হতাশ। মনে হচ্ছে এর থেকে আমরা মুক্তি পেতে চাই। কিন্তু কিভাবে মুক্তি পাব এবং আসলে কি আমরা এসব অপরাধ থেকে কি সত্যিই মুক্তি পাব...? আর কত এই দেশের জনগনকে রাজনীতি বিদরা স্টেজে উঠে বড় বড় কথা বলে আমরা জনগনের জন্য রাজনীতি করি। আসলে কি তারা জনগনের জন্য রাজনীতি করে নাকি নিজের ক্ষমতার জন্য আর অত্যাচারী শাসনের জন্য রাজনীতি করে তা মনে হয় আমরা সবাই এতদিনে বুঝার আর কার ও বাকী নাই।

দেখেন আমাদের বাঙ্গালীদের অবস্থানঃ আওয়ামীলিগ ক্ষমতায় আসলে আওয়ামীলিগ মারে, বি এন পি আসলে তারা মারে, রাস্তায় হাটলে হাউজিং কোম্পানীগুলো বাড়ির ছাদ থেকে ইট ফেলে মারে, গাড়িতে উঠলে অতিরিক্ত ভাড়ায় যেতে হয়, বাজারে গেলে সিন্ডিকেট এর কবলে পড়তে হয়, শেয়ার মার্কেটে গেলে গেম্বলারদের শিকার হতে হয়, এলাকায় থাকলে প্রভাবশালীদের দাপটে মাথা নত করে চলতে হয়, মা বোন থাকলে সন্ত্রাসীদের হাত থেকে বাচানোর জন্য লুকিয়ে রাখতে হয়। আমাদের দেশ স্বাধীন ঠিকই হয়েছে কিন্তু আমি আপনি কি নিজের দেশের অত্যাচারীদের থেকে স্বাধীন হয়েছি....? আর কত বা এর শেষ কোথায়................??? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.