আমাদের কথা খুঁজে নিন

   

রিপাবলিকানরা কেনো হাতি আর ডেমোক্রেটরা কেনো গাধা?

হতেও পারে আমি জানি আপনারা তাদের নির্বাচনী প্রতীক কি সেটা জানেন। কিন্তু কেনো এই অদ্ভুত দুইটা প্রানী তাদের নির্বাচনী প্রতীক হলো , সেটা কি জানেন? যদি জানতে হয় তাহলে আমাদের ফিরে ফিরে যেতে হবে সুদূর অতীতে। প্রথমেই আসি ডেমোক্রেটদের নির্বাচনী প্রতীক কিভাবে “গাধা” হলো : ১৮২৮ সালের প্রসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী এন্ড্রু জ্যাকসন সর্বপ্রথম “গাধা” প্রতীক ব্যবহার করেছিলো । ঐ সময়ে তার দলের স্লোগান “Let the people rule” খুব জনপ্রিয় হয়ে উঠেছিলো । এই সময় তার বিরোধীরা তাকে ছোট করার জন্য , এন্ড্রু জ্যাকসনকে গাধা উপাধি দেয়া শুরু করলো । বুদ্ধিমান জ্যাকসন বিরোধীদের এই অপপ্রচার সুবিধা হিসেবে গ্রহন করার জন্য তার নির্বাচনী প্রতীক হিসেবে “গাধা”ই বেছে নিলো । এবার আসি রিপাবলিকানদের প্রতীক কিভাবে "হাতি" হলো : বিখ্যাত কার্টুনিস্ট Thomas Nast তৈরী একটি কার্টুন যেটা Harper's Weekly নামে একটি পত্রিকায় ১৮৭৪ সালে প্রকাশিত হয়েছিলো । যেই কার্টুনে দেখানো হয়েছিলো একটা গাধা ,সিংহের চামড়া পড়ে চিড়িয়াখানার সকল প্রানীদের ভয় দেখাচ্ছিলো , শুধুমাত্র একটা হাতি ছিলো অবিচল ,যেটাকে রিপাবলিকানদের ভোট ব্যাঙ্ক বোঝানো হয়েছিলো । মূলত এই কার্টুন থেকেই রিপাবলিকানদের নির্বাচনী প্রতীক হিসেবে হাতিকে বেছে নেয়।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।