আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্ব অর্থনীতিতে অশনি সংকেত!

দ্য বেঙ্গলি টাইমস ডটকম ডেস্ক বিদায় নিলো ২০১১ সাল। বৈশ্বিক অর্থনৈতিক মন্দার প্রবাহমান সে স্রোতে ২০১২ সালের বিশ্ব অর্থনীতি কেমন যাবে? উন্নত দেশগুলোতে নেতিবাচক ঝুঁকি বৃদ্ধি এবং অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ অনিশ্চিত হয়ে পড়ায় নতুন বছরে বিশ্ব অর্থনৈতিক অবস্থা আরও নাজুক হতে পারে বলেই ধারণা সংশি¬ষ্টদের। বৃহস্পতিবার আইএমএফের প্রধান অর্থনীতিবিদ অলিভার ব্লান্সহার্ড নিজেও এমন আশংকার কথা জানান। খবর সিনহুয়ার। আইএমএফ’র একটি ব্লগে ব্লান্সহার্ড লিখেছেন, ২০১১ সালে বিশ্ব অর্থনীতিতে পুনরুদ্ধার শুরু হয়েছিল এবং আশার সঞ্চার হয়েছিল।

তবে বছরটির শেষে প্রবৃদ্ধি স্থবির হয়ে পড়েছে এবং আস্থা হারিয়েছে। তিনি বলেন, বছরের শেষে অনেক উন্নত দেশে পুনরুদ্ধার থেমে গেছে। কিছু বিনিয়োগকারী এমনকি ইউরো জোনের সম্ভাব্য অগ্রগতির ক্ষেত্রে জটিলতা দেখা দিচ্ছে এবং এর ফলে বাস্তব যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এতে অবস্থা আরও খারাপের দিক থেকে যেতে পারে। আইএমএফ ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিন লগার্ড বলেছেন, ইউরো জোনের ঋণ সংকটের কারণে আইএমএফ ২০১২ সালের বিশ্বের প্রবৃদ্ধির প্রত্যাশিত হার হ্রাস করেছে। সেপ্টেম্বরে আইএমএফ’র ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক রিপোর্টে ২০১২ সালে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধির ৪ শতাংশ দাঁড়াবে বলে আশা প্রকাশ করা হয়।

ইউরো জোনে ঋণ সংকট আরও খারাপের দিকে যাওয়ায় উন্নত দেশগুলোর সিদ্ধান্ত গ্রহণে আরও অনিশ্চয়তা দেখা দেয়ায় বিশ্ব অর্থনীতির সম্ভাবনা হতাশাজনক হয়ে দাঁড়ায়। তথ্যসূত্র- Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.