আমাদের কথা খুঁজে নিন

   

তুমি আবার ঈশ্বর খুঁজবে কি , তুমি নিজেই ঈশ্বর।

প্রদীপ হালদার,জাতিস্মর। তুমি আবার ঈশ্বর খুঁজবে কি , তুমি নিজেই ঈশ্বর। প্রদীপ হালদার প্রতিটি মানুষ তার নিজের ধারণাকে অন্য মানুষের মধ্যে ঢোকাতে চায় । মানুষ তার ধারণাকে কথার মাধ্যমে বা লেখার মাধ্যমে প্রকাশ করে । প্রতিটি মানুষ ভাবে তার ধারণাই ঠিক,বাকিদের ধারণা ভুল।

বয়সে আমি বড়,তাই আমার ধারণা ঠিক। বয়সে তুমি ছোট তাই তোমার ধারণা ঠিক নয়। আমাদের প্রত্যেকের মাথায় এমন ভাবনা কাজ করে। কিন্তু এমন ভাবনা ভুল। সিনেমার মাধ্যমে একটা ঘটনার ধারণা মানুষকে দেওয়া হয় ।

বইগুলোর মাধ্যমে বিভিন্ন ধারণা মানুষ জানতে পারে। এই সব ধারণা মানুষ মুখের মাধ্যমে প্রকাশ করে । মুখ দিয়ে ভালো কথা বললে মানুষ খুশী হয় । মুখ দিয়ে খারাপ কথা বললে মানুষ কষ্ট পায় । আলাদা করে কোন ঈশ্বরের অস্তিত্ব নেই ।

মানুষই ঈশ্বর । যে মানুষ মানুষের জন্য ভালো কাজ করে সেই মানুষ মানুষের কাছে ঈশ্বর। যে মানুষ কোন মানুষের উপকারে আসে না সেই মানুষ ঈশ্বর নয় । তাই আমি বলি মানুষের মুখের আওয়াজ হলো ঈশ্বর। সারা দিন রাত ধরে ঈশ্বরকে ডাকলে ঈশ্বর আসবে না।

আমার মুখের আওয়াজ বাতাসের মধ্য দিয়ে যায় । আমার আওয়াজ শুনে যে আমার জন্য কাজ করে সেই হলো ঈশ্বর। অথচ বর্তমান সময়ে ঈশ্বর ধারণা মানুষের মন থেকে মুছে ফেলা যাবে না । মানুষের মধ্যে নানান ধারণা থাকলে মানুষের চলতে সুবিধা হয় । একই ধারণা সব মানুষের মধ্যে থাকলে মানুষের চলতে অসুবিধা হয় ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.