আমাদের কথা খুঁজে নিন

   

আসুন দেখে নেই বিশ্বের যুদ্ধ বিমানের ইতিহাস নিয়ে ছবি ব্লগ (২য় পর্ব )

কষ্ট পাই , কারন কষ্টকে ভালবাসি আসুন দেখে নেই বিশ্বের যুদ্ধ বিমানের ইতিহাস নিয়ে ছবি ব্লগ । (প্রথম পর্ব) এরপর আর যুদ্ধ বিমানের ইতিহাস থেমে থাকেনি । একের পর এক লোভচকিন লা ৬ এর মত যুদ্ধ বিমান থেকে শুরু করে আজকের প্রজন্মের রকেট বেসড বিমান গুলা তৌরী হয়ে আসছে । লোভচকিন লা ৬ এই রকম বিমান প্রায় ১২০০ এর মত উতপাদিত হয় । এটা পিস্টন ইঞ্জিন যুক্ত ছিল ।

Messerschmitt Me 163 এই ফাইটার ছিল প্রথম দিক কার রকেট বেজ ফাইটার । যা দ্রুত গতির জন্য সুনাম ছিল আর এটা সবচেয়ে বেশি উতপাদিত ফাইটার প্লেন । ১৯৫০ সালের দিকে এই বিমান্টাতে জেট ইঞ্জিন বসানো হয় । এরপর প্রপেলার যুক্ত ফাইটার এর যুগ শেষ হয় । শুরু হয় দ্রুত থেকে দ্রুত গামী তৌরী হওয়া ।

১ম জেনারেশ এর ফাইটারঃ Messerschmitt_Me_262 ফাইটার টী আগেকার পিস্টন যুক্ত জেট এর মতই ছিল ডিজাইন এর দিক থেকে । এর মূল সুবিধা ছিল শব্দের চেয়ে দ্রুত গতিতে যেতে পারত , যেখানে একটা পিস্টন ফাইটার এর গতি নিতান্তই কম । Lockheed P-80B গ্লোস্টার মেটাওর এম কে ৩ । F-86 পাকিস্তান এর আকাশে । ইউ এস Navy McDonnell F2H-2 , নর্থ কোরিয়া ১৯৫২ সালে ।

এর পর দ্বিতীয় জেনারেশন এর ফাইটার । English Electric Lightning মিগ ২১ থার্ড জেনারেশন এর ফাইটারবলে যেগুলা পরিচিতঃ McDonnell Douglas F-4E Phantom II Saab 37 Viggen ফোর্থ জেনারেশন এর ফাইটারঃ Tornado.ze342 এ ডি ভি এফ- ১৬ Dassault Mirage 2000 HAL Tejas ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.