আমাদের কথা খুঁজে নিন

   

শাহবাগীরা বেঁচে আছেন কি....??

I am waiting for someone and I know she will ever come. বহু বছর পর বাঙালি তথা বাংলাদেশি তরুণরা জেগেছিল শাহবাগ প্রান্তরে রাজাকার ও যুদ্ধাপরাধীর ফাঁসির দাবি নিয়ে। এই জেগে উঠাকে কেউ কেউ বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলে আখ্যায়িত করেছেন। আর ইমরান এইচ সরকার কে আনেকে দ্বিতীয় বঙ্গবন্ধু বলে বিবেচিত করেছেন। দল মত সবশেষে সকল দেশপ্রেমী মানুষ তাদের স্বাগত জানিয়েছেন। আন্দোলন প্রথম দিকে যেমন বস্তুনিষ্ঠ এবং নিরপক্ষ ছিল।

পরের দিকে এসে তা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। এদেশের মানুষ ভেবেছিল শুধু যুদ্ধাপরাধী বা রাজাকার ইস্যুনিয়ে নয় ভবিষ্যতে জাতীয় ইস্যু নিয়ে বার বার তরুণ প্রজন্ম মাঠে নামবে, সংগ্রাম করবে। আবশ্য সে প্রত্যাশা এখনো শেষ হয়ে যায় নি। (১) শাহবাগীরা এখন জাতীয় ইস্যু যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বনাম বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার মধ্যকার সংলাপের জন্য আহবান জানাতে পারে। (২) নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সম্পন্নের জন্য তাগিদ দিতে পারে।

(৩) হরতাল বিরোধী কঠিন কর্মসূচী দিতে পারে। ইতোমধ্যে জামায়াত শিবির নিষিদ্ধের দাবিতে শহীদ রুমি স্কোয়াডের সাথে সংহতি প্রকাশ করে তারা সাধুবাদার্হ পাওয়ার মত কাজ করেছেন। যদি তারা মনে করেন আমরা তরুণ প্রজন্ম, ধর্ম আমাদের বিভিন্ন, কিন্তু প্রাণের ধর্ম তারুণ্য। তবে অবশ্যই দেশের মানুষের কল্যাণের জন্য, রক্তপাত বন্ধ করার জন্য এই মুহুর্তে উপরোক্ত তিনটি বিষয় নিয়ে দুর্বার আন্দোলনের কোন বিকল্প নেই। জয় বাংলা..., জয় তারুণ্য... ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.