আমাদের কথা খুঁজে নিন

   

ডানপন্থীরা কেনো ডানপন্থী একই ভাবে বামপন্থীরা কেনো বামপন্থী?রাজনীতির সাথে ডান বা বাম দিকের কি সম্পর্ক

হতেও পারে এই পোস্টটি ডান রাজনীতি এবং বাম রাজনীতি বিষয়ক হলেও , এটি একটি অরাজনৈতিক পোস্ট । কোন রাজনীতি ভালো বা খারাপ , কোন পন্থার মাধ্যমে রাষ্ট্রের উন্নয়ন সম্ভব এসব কিছুই এই পোস্টের বিষয়বস্তু নয়। ডানপন্থী এবং বামপন্থীদের সম্পর্কে আমরা সবাই কমবেশী জানি , কিন্তু কেনো এই ডানপন্থীদের “ডান”পন্থী বলা হয় এবং একইভাবে বামপন্থীদের কেনো “বাম”পন্থী বলা হয় । ডানদিক বা বাম দিকের সাথে রাজনীতির কি সম্পর্ক? এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের ফিরে যেতে হবে একটু পিছনের দিকে। ফরাসী বিপ্লবের পরবর্তী সময়ে , রাষ্ট্রীয় কর এবং অন্যান্য বিষয়বস্তুর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্দেশ্যে ফ্রেঞ্চ ন্যাশনাল এসেম্বলী প্রতিষ্ঠিত হয় ।সেই ন্যাশনাল এসেম্বলীর কক্ষে ৩য় প্রদেশের সদস্য যারা মূলত ফরাসী বিপ্লবের সাথে জড়িত ছিলো তারা রাস্ট্রপতির বামপাশে বসেছিলো , পক্ষান্তরে ডান সাইডে বসেছিলো অপর পক্ষ যারা মূলত বিপ্লবের সাথে জড়িত ছিলোনা এবং কিছুটা রক্ষনশীল ছিলো । এভাবে সেই সংসদের ডান দিকটা হয়ে উঠলো কনজারভেটিভদের স্থান এবং বাম দিকটা হয়ে উঠলো লিবারেলদের স্থান । কালক্রমে এই বসার স্থানের তারতম্যের জন্য জন্যই লিবারেলদের বলা হতো “left wing” এবং কনজারভেটিভদের বলা হতো “right wing” । এভাবেই সারা বিশ্বে ডানপন্থী এবং বামপন্থীদের প্রচলন। ধন্যবাদ পড়ার জন্য এইরকম আরেকটি পোস্ট : সাংবাদিক বা সংবাদ কি জন্য মাঝে মাঝে হলুদ হয় , সাদা, কালো ,লাল নীল কেনো হয়না?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।