আমাদের কথা খুঁজে নিন

   

ছুরি'র আত্নকথন

পড়ন্ত জীবন কেবল মনে রাখে বিদায়ের শব্দবিন্যাস! ছিলাম এক ঝাল মুড়ি বিক্রেতার হাতে মরিচ কেটেছে, পেয়াজ কেটেছে, উফঃ আমার বড্ড চোখ জ্বলেছে ! আজ আমি বখাটের হাতে । আমায় দিয়ে ভয় দেখিয়ে অবলা কিশোরির সব নিয়েছে কেড়ে । হাত বদলের খেলায়, এখন আমি সন্ত্রাসীর হাতে । ভোগ দখলের নেশায় আমায় দিয়ে খুন করিয়েছে পেলাম নুনতা স্বাদ । এতোদিন যে আমার চোখের জল খসিয়েছে ! আবার হাত বদলের খেলায় এলাম জঙ্গির হাতে ।

আমায় সে ধর্মের নামে কুকর্মের পথে লাগিয়েছে ব্যবহার করেছে আচ্ছা মতো আয় করেছে ইচ্ছে মতো … আবার হাত বদলের খেলায় এবার আমি জঙ্গিসহ পুলিশের হাতে পুলিশ আমার হাতলের ছাপ নিয়েছে । দৈর্ঘ্য, প্রস্থ মেপে নিয়ে তারপর পাঠিয়ে দিয়েছে আদালতের কাঠগড়ায় । কামার আমায় ছুরি না বানিয়ে নিড়ানি বানালে কি হতো ? আমি না হয় কৃষকের জমির আগাছা সাফ করতাম কিংবা মালীর যন্ত্র হতাম । মালির অবর্তমানে কুমারি মেয়ের হাতে শোভা পেতাম অলস বিকেলে জুঁই কিংবা চামেলির গোড়ার মাটি ঝুরঝুরে করার দায়িত্ব নিতাম । বিনিময়ে আর সব ফুলদের শোভা দেখতাম, গন্ধ নিতাম…।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।