আমাদের কথা খুঁজে নিন

   

এক সফটওয়্যার দিয়ে সব ফাইল খুলুন

উন্মাদ বালক বইলাই কিন্তু আমি পুরা উন্মাদ না, সামান্য কয়টা তার ছিড়া... কম্পিউটারে ব্যবহারকারীর বিভিন্ন ধরনের কাজ করার জন্য একেক ধরনের সফটওয়্যার ব্যবহার করা হয়। এসব সফটওয়্যার আলাদা আলাদাভাবে ইনস্টল করার প্রয়োজন হয়। তা ছাড়া ইনস্টল করা সফটওয়্যার কম্পিউটারকে কিছুটা হলেও ধীরগতির করে। এসব সমস্যা সমাধানে উপযুক্ত সফটওয়্যার, 'ইউনিভার্সাল ভিউয়ার'। যার মাধ্যমে ইমেজ, মিডিয়া, ইন্টারনেট রিলেটেড ফাইল, ওপেন অফিস, মাইক্রোসফট অফিস বিভিন্ন ফাইলের কাজ করা যায়।

এ ছাড়া টেঙ্ট ফাইলকে প্লেন টেঙ্টে রূপান্তর করা যায়। ইউনিভার্সাল ভিউয়ার হলো অনেক ফরম্যাটের ফাইল সমর্থিত ভিউয়ার সফটওয়্যার। তা ছাড়া এটিতে উইন্ডোজ এঙ্প্লোরার ও টোটাল কমান্ডার লিস্টারের সব ফিচার রয়েছে। ইউনিকোড সমর্থিত এ ভিউয়ারের মাধ্যমে ডক, ডকএঙ্, এঙ্এলএস, পিপিটি ডকুমেন্ট পড়া এবং একধরনের ফাইল থেকে অন্য ধরনের ফাইলে রূপান্তর করা যায়। উইন্ডোজ মিডিয়া প্লেয়ারের সংযুক্তি থাকায় এর মাধ্যমে এমপিথ্রি, এভিআই, এমপিজি, ডবি্লউএমভি ফরম্যাটের ফাইল দেখা সম্ভব।

এ ছাড়া বিএমপি, জেপিইজি, জিপ, টিফ ফরম্যাটের ছবি, চার জিবি পর্যন্ত সব টেঙ্ট, বাইনারি, হেঙ্ ও ইউনিকোড ফাইল সমর্থন করে। ইন্টারনেট ব্রাউজিংয়ের জন্য রয়েছে বিভিন্ন ফরম্যাট সমর্থিত এমএস ইন্টারনেট এঙ্প্লোরার। উইন্ডোজ এঙ্প্লোরারের মতো সুবিধা থাকায় এতে যেকোনো ফাইল সহজে যোগ করা সম্ভব। এ ছাড়া কোনো ফাইল ডিলিট, ফোল্ডার কপি, মুভ, ই-মেইলে সেন্ড করা সম্ভব। রয়েছে উচ্চমানসম্পন্ন টুলবার, নেভিগেশন বার, স্ট্যাটাস বার।

এর দারুণ একটি ফিচার হলো যেসব ফাইল প্রিন্ট হবে না সেগুলো প্রদর্শিত হয়। মাইক্রোসফট উইন্ডোজের সব সংস্করণ সমর্থিত এ সফটওয়্যারটির ইনস্টলার ও পোর্টেবল সংস্করণটি ফ্রি ডাউনলোড করা যাবে। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।