আমাদের কথা খুঁজে নিন

   

২০১১ : নারায়ণগঞ্জের বিয়োগান্ত কিছু ঘটনা

২০১১ সালে নারায়ণগঞ্জ জেলায় বেশকিছু বেদনাবিধুর ঘটনা ঘটেছে। একাধিক দুর্ঘটনায় হতাহত, হত্যাকাণ্ড, অপহরণসহ রাজনৈতিক ও সামাজিক ঘটনা প্রবাহ স্থানীয় জনমনে যথেষ্টা নাড়া দিয়েছে। মুক্তিপণের জন্য ৪ বছরের শিশুকে শীতলক্ষ্যা নদীতে ফেলে হত্যা এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যদের সঙ্গে মাদক ব্যবসায়ীদের বন্দুকযুদ্ধে স্কুলছাত্র শুভর মৃত্যুর ঘটনা ছিল বেশ আলোচিত। এছাড়া প্রেম করার অপরাধে যুবকের পুরুষাঙ্গে ইট বেঁধে নির্যাতন, ট্রাক ও ট্রেনের সংঘর্ষে নিহত, লঞ্চ ও ট্রলার ডুবিতে মৃত্যুর ঘটনাও স্থানীয়দের মনে দাগ কাটে। ৩০ অক্টোবর অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণের মাত্র কয়েক ঘণ্টা আগে বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের নির্বাচন থেকে সরে আসা, ওই ঘোষণা দিতে সংবাদ সম্মেলনে তার কান্নায় ভেঙে পড়ার ঘটনাও ছিল মর্মস্পর্শী।

আলোচিত হত্যাকাণ্ড ২৮ জুন চার বছরের শিশু জিহাদকে হত্যা করে দুর্বৃত্তরা। সদর উপজেলার ফতুল্লা থানার ধর্মগঞ্জ এলাকার নিজ বাড়ি থেকে অপহরণের শিকার মোহাম্মদ জিহাদকে একদিন আটকে রাখার পর রাতে শীতলক্ষ্যা নদীতে ফেলে তাকে হত্যা করা হয়। ২ দিন পর শীতলক্ষ্যা নদী থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। ৩০ জুন যুবক মোহাম্মদ নাহিদকে তার বাড়িতে বাবার সামনে থেকে অস্ত্রের মুখে তুলে নিয়ে হত্যা করে এমপি কবরীর ব্যক্তিগত সহকারী (পিএস) শ্যামপুরের সিরাজুল সেন্টুর সন্ত্রাসীরা। এ অভিযোগ ছিল নাহিদের বাবা সাত্তার মিয়ার।

১৪ জুন ফতুল্লা থানার পাগলা রেল লাইন বটতলা এলাকায় র‌্যাবের মাদক বিরোধী অভিযানের সময় তাদের উপর হামলা চালায় মাদক ব্যবসায়ীরা। ওই সময় উভয়পক্ষে গুলি বিনিময়ের ঘটনায় লক্ষ্যভ্রষ্ট গুলিতে মেধাবী স্কুলছাত্র স্বাধীন আহমেদ শুভ শেখ মারা যায়। গুলিতে আহত হয় শুভ’র ছোট ভাই ও তার সহপাঠী। ১৫ জুলাই নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে কলেজ ছাত্র নবীর হোসেন হৃদয়কে তার নিজ বাড়িতে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে নৃশংসভাবে হত্যা করে। ৭ নভেম্বর রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নে আলামিন ও আল-আমিন নামে দুই কৃষককে ডাকাত আখ্যা দিয়ে কুপিয়ে হত্যা করে প্রতিপ্রক্ষের লোকজন।

নিখোঁজের একদিন পর গত ১৫ সেপ্টেম্বর বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মহিউদ্দিন আলতাফের (৫৫) লাশ উদ্ধার করে পুলিশ। দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করে। ২২ এপ্রিল নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পৌষাপুকুর পাকিস্তান খাদ এলাকার পুকুর থেকে স্থানীয় কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক কবির হোসেন খোকনের লাশ উদ্ধার করে পুলিশ। নিখোঁজের দুই দিন পর ১৩ মে ব্যবসায়ী আশিকুর রহমান আশিকের লাশ উদ্ধার করা হয়। দুর্বৃত্তরা হত্যার পর আশিকের মুখ আগুনে ঝলসে দেয়।

যুবকের পুরুষাঙ্গে ইট বেঁধে নির্যাতন ১৬ জুলাই বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন ‘প্রেম করার অপরাধে’ বাবু চক্রবর্তী নামে যুবকের পুরুষাঙ্গে ইট বেঁধে দুই কিলোমিটার এলাকা হাঁটতে বাধ্য করেন। ট্রাক ও ট্রেনের সংঘর্ষ ২৮ ফেব্রুয়ারি সদর উপজেলার পাগলা নন্দলালপুর এলাকায় রেল ক্রসিং পারাপারের সময় কাঠ বোঝাই ট্রাকের সঙ্গে ঢাকাগামী ট্রেনের সংঘর্ষে ৫জন নিহত ও আহত হন পথচারী, ট্রাক চালক, ট্রেনের যাত্রীসহ অন্তত অর্ধশত। লঞ্চ ডুবি ও সড়ক দুর্ঘটনা ৬ জুলাই মুন্সীগঞ্জ সদর উপজেলার চরমোক্তারপুর ও নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার মদনগঞ্জ শান্তিনগরে মদিনার আলো নামের যাত্রীবাহী লঞ্চ ডুবির ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়। গত ২০ মে আড়াইহাজার উপজেলার বিশনন্দী এলাকায় যাত্রীবাহী ট্রলার ডুবে মারা যান ১০ জন। অন্যদিকে ১৯ জুলাই রূপগঞ্জে ট্রাক উল্টে ৭ শ্রমিক নিহত হন।

সাংবাদিককে মারধর, গুলি করে হত্যার হুমকি সংবাদ প্রকাশের জের ধরে ১২ ফেব্রুয়ারি দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন রবিনকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বহুল আলোচিত যুবলীগ নামধারী সন্ত্রাসী নজরুল ইসলাম ও তার সহযোগীরা বেধড়ক মারধর করে। তার শরীরে পিস্তল ঠেকিয়ে গুলির চেষ্টা করা হয়। নজরুল নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এর ২ নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র। পুলিশকে পিটিয়ে আহত ১০ জুলাই হরতালের সময় নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার পঞ্চবটি এলাকায় সংঘর্ষে পিকেটারদের পিটুনিতে পুলিশের ১৩ সদস্য আহত হন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।