আমাদের কথা খুঁজে নিন

   

নীল বেদনা

তুমি আমার নীল বেদনা জড়িয়ে আছো সারা দেহে হ্রদয় খুড়ে সাগর করেছি সেই সাগরে নাও ভাসালাম কল্পনার ঐ অসিম সীমায় তোমায় ভেবে কাটিয়ে দিলাম এই জীবনের পুরোটা সময় সুখ গুলো মোর ছড়িয়ে দিলাম কষ্ঠ গুলো রেখে দিলাম হ্রদয় মাঝে সংগোপনে আসবে তুমি এই জীবনে দেখব তোমায় সুখী বেশে আবশেষে এলে তুমি লক্ষ যোজন মাঠ পেরিয়ে হ্রদয় মাঝে প্রশ্ন জাগে এই তুমি কি সেই তুমি? কি পেলে এই জীবনে? বেড়েই গেল নীল বেদনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।