আমাদের কথা খুঁজে নিন

   

সাভারে ইস্কন মন্দিরে ভূমিদস্যুদের হামলা

৩০ ডিসেম্বর ২০১১ (হিন্দুবার্তা ডটকম): সাভার : ঢাকার সাভারে জমি দখল করার জন্য আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইস্কন) মন্দিরে হামলা করেছে দুর্বৃত্তরা। এ সময় তারা মন্দিরের ২টি দেওয়াল ভাঙচুর করে। শুক্রবার ভোর রাতে সাভারের কাতলাপুর এলাকার আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইস্কন) মন্দিরে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সাধু ও ভক্তদের মধ্যে আতঙ্ক বিরাজ করলেও দুপুর পর্যন্ত সেখানে পুলিশ উপস্থিত হয়নি বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। এ বিষয়ে মন্দির পুরোহিত রামচৈতন্য দাস জানান, মন্দিরটি দখলের জন্য একটি বিশেষ মহল এভাবে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে।

তিনি জানান, ইতোপূর্বে এ জন্য কয়েকবার আচমকা হামলাও করা হয়। তিনি আরো জানান, ৩০ বিঘা সম্পত্তির ওপর কানাইলাল জিউর মন্দিরের মালিকানা থাকলেও অর্ধেক সম্পত্তি এখন ভূমিদস্যুদের দখলে। খবর পেয়ে ইস্কনের ঊর্ধ্বতন ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ প্রসঙ্গে সাভার মডেল থানার সেকেন্ড অফিসার আবুল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘এ ব্যাপারে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ’ এদিকে, হামলাকারীরা সেলফোনে সাধুদের এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকি দিয়েছে বলে সাধুরা অভিযোগ দিয়েছেন।

এ ঘটনার পর থেকে সাধুরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। সাভার উপজেলা পূজা উদযাপন কমিটির প্রচার সম্পাদক সাগর সাহা জানান, মন্দিরে হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। বাংলানিউজটোয়েন্টিফোর ডটকম ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।