আমাদের কথা খুঁজে নিন

   

বাংলার পথে -- তাজমহল ( পর্ব ৫ )

চক্ষু মেলিয়া তাকানোর পর থেকে খালি বাঁদরামি করি যাহা দেখি সবই নয়া লাগে , , পাখির মতো মন হলেও,কলিজা বাঘের মতো , মানুষের মতো খালি দেখতে তে তে তে স্বল্প সময়ে ঘুরে আসতে পারেন , বাংলার তাজমহল । ঘণ্টা খানিক এর পথ ( যাত্রাবাড়ীতে জ্যাম কম থাকলে) । " তেমন আহামরি কিছু না , তবুও দেখে আসুন , তবে সাথে পানামাসিটি ও লোক কারু শিল্প জাদুঘর দেখে না আসলে লস প্রোজেক্ট হবে । কিভাবে যাবেন : : গুলিস্থান থেকে মাওলানা ভাসানি হকি ষ্টেডিয়াম এর সামনে থেকে ডিরেকট বাস আছে । ভাড়া ৩৫-৪০ টাকা ।

বাস থেকে নেমে সিএনজি ভাড়া করুন । কিছুটা ভিতরে । না বেশ অনেকটা ভিতরে । যাওয়া আসা ২০০ এর কম নিবে না । প্রবেশ ফি ৫০ টাকা ।

ম্যাপ সতর্কতা :: রিক্সাতে গেলে দিন গড়িয়ে রাত হয়ে যেতে পারে । আর সিএনজি যাওয়া আসা ভাড়া করবেন , নইলে আসার সময় কিছু না ও পেতে পারেন । মেঘলা দিনে যাওয়া ভালো । সাদা টাইলস এ সূর্যের আলোর রেফ্লেকশন এ চোখ খুলতে পারবেন না । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.