আমাদের কথা খুঁজে নিন

   

আদর্শের বিজয়

নয়া যামানার নয়া পথিক,পথ হারিয়ে ছুটনা দিক্বিদিক ইংরেজ বিচারক এজলাসে উপবিস্ট। হিন্দু মুসলিম উভয় পক্ষ বিচারকের দিকে নিস্পলক নেত্রে চেয়ে আছে। দেখা যাক জমিটির ব্যাপারে কি ফয়সালা হয়। অবশেষে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে মুখ খুললেন বিচারক। সবাইকে কিছুটা অবাক করে ঘোষণা দিলেন-উক্ত জমিটির মামলার মিমাংসা মাওলান সাহেবের সিকারোক্তি অনুযায়ী হবে,তিনি যদি জমিটি মসজিদের বলে দাবী করেন তাহলে আদালত মসজিদের পক্ষে রায় দেবে।

আর যদি হিন্দুদের পক্ষে বলেন তাহলে হিন্দুরাই জমিটি পাবে। এ বলে আদালত মুলতবী ঘোষণা করলেন। অতএব মাওলানা ইয়াহইয়া সাহেবকে আদালতে তলব করা হল। কিন্তু তিনি পরিস্কার জানিয়ে দিলেন, তিনি আদলতে যাবেন না। কারণ,তিনি কসম খেয়েছেন কোন বিলাতী চেহারা দেখবেন না।

খবরটি বিচারকের কানে পৌঁছল। বিচারক বললেন অসুবিধা নেই। তিনি আদালতের দরজায় দাঁড়িয়ে বাইরের দিকে মুখ করে কথা বললেই চলবে। এ পদ্ধতিতে মাওলানা ইয়াহইয়া সাহেব রাজি হলেন। আজ দ্বিতীয় শুনানির দিন।

উভয় পক্ষ উপস্থিত। উপস্থিত মাওলানা ইয়াহইয়া সাহেবও। তবে তিনি দরজায় দাঁড়িয়ে। আজকে মুসলমানদেরকে খুশি খুশি মনে হচ্ছে। কেননা,মাওলানা সাহেব তো তাদেরই লোক।

আর হিন্দুদের কিছুটা মলিন মলিন দেখাচ্ছে। বিচার কার্য শুরু হল। বিচারক জিজ্ঞেস করলেন,মাওলানা সাহেব বলুন তো জমিটি কার?মাওলানা সাহেব বললেন,উক্ত জমি হিন্দুদের কিনা তা তো বলতে পারব না,তবে এতটুকু সত্য যে,এ জমি মসজিদের নয়। মাওলানা সাহেবের এ কথা শুনার সাথে সাথে মুসলমান পক্ষের মুখগুলো মলিন হয়ে গেল। আর হিন্দু পক্ষ উল্লাসে ফেটে পড়ল।

ফলাফল যা হবার তাই হল;মামলা হিন্দুদের পক্ষে চলে গেল। বিচারক মাওলানা সাহেবকে বললেন,আজ যদিও মুসলমানরা হেরে গেছে,কিন্তু ইসলামের বিজয় হয়েছে,বিজয় হয়েছে ইসলানের আদর্শের। বাস্তবেও তাই হয়েছে। পরদিন সকালে হিন্দুদের একটি দল মাওলানা সাহেবের দরবারে এসে হাজির। মাওলানা সাহেব জিজ্ঞেস করলেন, আপনাদের আগমনের হেতু কী?তারা বলল,মাওলানা সাহেব!যে ইসলামের অনুসরণ আপনাকে এমন মহান সত্যবাদী নিঃস্বার্থ মানুষে পরিণত করেছে,সে ইসলাম কতইনা সত্য! কতই মহান!আমরা সেই ইসলামের ছায়াতলে আশ্রয় নিতে চাই।

এরপর সকলে মাওলানা সাহেবের হাতে ইসলাম গ্রহণ সৌভাগ্যবান হল। এটাই হল ইসলামের প্রকৃত আদর্শ ,নিপুন চরিত্র। আফসুস!আজ আমরা পৃথিবীতে লাঞ্চিত,বঞ্চিত। আমাদের চারদিকে শুধু ব্যর্থতা,হতাশা। কারণ একটাই,আজ আমরা আমদের আদর্শ থেকে বহুদূরে।

তবে আজো যদি আমরা আমাদের আদর্শে ফিরে আসতে পারি,অবিচল থাকতে পারি তাহলে দিকে দিকে আবারো আমদের বিজয়ের ঢংকা বাজবে। তাই এসো বন্ধু,আদর্শের দিকে!সত্যের দিকে!বিজয়ের দিকে।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.