আমাদের কথা খুঁজে নিন

   

'ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক'

আমার মতন তুচ্ছ দর্শকের ম্যাচ শেষে উপলব্ধিঃ ম্যাচটা হারলাম কেন? উত্তরঃ 'ইশমার্ট'-এর শেষ ওভারে ২৬ রান। আরেকটু ফ্ল্যাশ ব্যাকে যাই। দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের সাথে একমাত্র T20, কিংবা এশিয়া কাপের ফাইনাল ম্যাচটার কথা মনে আছে? দুইটা ম্যাচই দারুণ খেলার পরেও হারের অন্যতম কারণ কী? প্রথমটায় রুবেল, আর শেষেরটায় সেই 'ইশমার্ট'-এর শেষ ওভারের অতি উদার বোলিং! অনেক দিন ধরেই এইটা প্রব্লেম আমাদের। পেসাররা (ইন জেনারেল) শুরুর দিকে ভালোই করে, শেষটায় সেই 'শুরু-র ভালো'র উপর জল ঢেলে দ্যায় তারাই। এমনকি আমার সবচে' প্রিয় পেসার ম্যাশ-ও ভাইস ক্যাপ্টেন থাকাকালীন একটা সময় শেষে বোলিং করা ছেড়ে দিসিল।

ম্যাচের পরে ম্যাচ একই কাহিনী হওয়ার পরেও সেই আগের ভুল বারবার করা আর মন মানতে চায় না। আমরা এখন সীমিত ওভারে যথেষ্ট ভালো টিম। নিজেদের দোষে ভালো খেলা ম্যাচ হেরে আসা দূর করব কবে? মুশফিকের ক্যাপ্টেন্সি নিয়ে আমার মাথাব্যথা নাই। দল গোছানোর ফুল ক্রেডিট তার। দলকে জয়ে নিয়মিত করার ক্রেডিটটাও অনেকটা তার প্রাপ্য।

কিন্তু মুশির ট্যাকটিকস- অ্যাপ্রোচ গ্রামার বুকের। প্রায় মুখস্ত। রিস্ক নিতে চায় না বলতে গেলে। অনেক ঠান্ডা। প্রায় প্রতি ম্যাচের শেষে পেস বোলিং 'মারা খাওয়া'র পরেও আগের ম্যাচের ভুল আবার করে।

কারণ একটাই, ভয়। গ্যাম্বলিং করলে যদি আগের চেয়ে অবস্থা খারাপ হয়! আমি- আপনি হয়ত জানি, শেষ ওভারটায় শাহাদাতের বদলে নাসিরকে দিলেও এতোটা রান খেত না। ঠিক যেমনটা আগে উল্লেখ করা দুই ম্যাচের ক্ষেত্রেও। ওই দুই ম্যাচেও পেসারের ওভারগুলা আগেই শেষ করে দেওয়া যেত। শেষ ওভারগুলোয় আমাদের পেসার-দের চাপে পড়ে মুহুর্মুহু ভেঙে পড়ার অভ্যেসটা যে অনেক পুরনো! কিন্তু আমার- আপনার এই ধারণা বেইল পাবে না- নিঃসন্দেহ থাকতে পারেন।

ক্যাপ্টেন পেসারদের ডিফেন্ড করেই যাবে- "এইটা ম্যাচের অংশ" বলেই। আমরাও এমন ম্যাচ একটুর জন্য আবারো হারতেই থাকব। পরে আফসোসও করব, "যাহ্‌! একটুর জন্য হাত ফসকে গেলো! পরের বার দেখে নিবোনে!" আর কত পরে? আগের দিন একটা কথা বলসিলাম। খুব একটা দাম পাই নাই। তারপরেও এই কথা বলেই যাব।

মুশফিক হয়ত বর্ন ক্যাপ্টেন, ক্যাপ্টেন্সি ছাড়া তার নিজের খেলা আসে না; এখন দলের শৃঙ্খলা গুছিয়ে বেশ ভালোও করছে- কিন্তু তারপরেও, বাংলাদেশের জন্য 'ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক' একজনই। মাঠের গ্যাম্বলিং-গুলা খুব মিস করি। হয়ত মিস করেই যাবো! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.