আমাদের কথা খুঁজে নিন

   

টাইটানিকের ক্যাপ্টেন মাতাল ছিলেন

দ্য বেঙ্গলি টাইমস ডটকম ডেস্ক হিম পাহাড়ের সঙ্গে টাইটানিকের সংঘর্ষের সময় জাহাজের ক্যাপ্টেন মদ্যপ ছিলেন। দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া যাত্রী ইমিলি রিচার্ডের লেখা চিঠি থেকে এই তথ্য পাওয়া গেছে। দ্য সান। চিঠিতে ইমিলি দাবি করেন, দুর্ঘটনাটি ঘটার আগে ক্যাপ্টেন অ্যাডওয়ার্ড স্মিথ তার কেবিন সংলগ্ন মদখানায় মদপান করেছিলেন। এটা তিনি নিজে দেখেছিলেন।

চিঠি থেকে জানা যায়, দুর্ঘটনার আগে ৬২ বছর বয়সী ক্যাপ্টেন মদপান করে ঘুমিয়ে পড়েন। দুর্ঘটনার কিছু আগে মধ্যরাতে তার ঘুম ভাঙে। দুর্ঘটনার বিষয়টি বোধগম্য হলে জাহাজের সঙ্গে নিজেও ডুবে মরার সিদ্ধান্ত নেন তিনি। ইতিহাস সংরক্ষণ বই হোয়াইট-হুইস্কার্ড স্কিপারের তথ্যানুযায়ী জাহাজে প্রথম শ্রেণীর একটি নৈশভোজের কয়েক ঘণ্টা পর দুর্ঘটনাটি ঘটে। কিন্তু এখন পর্যন্ত এ ধরনের তথ্যের বিপরীতে কোনো প্রমাণ বা দলিল পাওয়া যায়নি।

ইমিলি রিচার্ড দুর্ঘটনার দু’দিন পর উদ্ধারকারী জাহাজে করে বাড়ি পৌঁছান। তার দুই ছেলে বেঁচে গেলেও ভাই জর্জ বাঁচতে পারেনি। ১৯১২ সালের ১০ এপ্রিল বিশ্বের ব্যয়বহুল টাইটানিক জাহাজ হিম পাহাড়ের সঙ্গে সংঘর্ষ লেগে ডুবে যায়। তথ্যসূত্র- Click This Link ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.