আমাদের কথা খুঁজে নিন

   

ট্রয়ের কাঠের ঘোড়া=ইরানের ড্রোন। ইরানীদের উল্লাস! ২০১১ বড় বোকা।

সব কথা বলা যাবে, সত্যটা বলা যাবে না। আমি ভাবছি ২০১১ সালে কে বড় বোকামী করে। ইরান না আমেরিকা। আমেরিকার একটি ড্রোন গিয়ে ইরানের মাটিতে অক্ষত অবতারণ করে। মিডিয়া এমন ভাবে হৈচৈ শুরু করল যেন আমেরিকা একটা বোকারাষ্ট্র।

যে রাষ্ট তার বুদ্ধি আর শক্তিতে শ্রেষ্ঠ সে কেন বোকামী করবে। দূরবোধ্য ইরানকে কেন সে একটি ড্রোন দিবে? ১১৮৪ খ্রিষ্টপূর্ব। ১০ বছর চেষ্টা করে ট্রয় নগরী দখল করতে পারছে না রাজা আগামেমন। তখন তারা বানালের একটি বড় কাঠের ঘোড়া। আর সেটার মধ্যে লুকিয়ে রেইল তার সেনারা।

রাতের আধারে ট্রয়বাসী সেই কাঠের ঘোড়া টেনে নিলেন শহরে। আধারে সেনারা ট্রয় নগরী জ্বালিয়ে দিলেন। এখন আমেরিকা ড্রোনটিকে অক্ষত নিয়ে গেছেন তার ল্যাবে। আর রহস্যময় ইরানী ল্যাবের সব তথ্য যদি আমেরিকার হাতে চলে যায়। যারা হলউডের মুভি দেখেন।

তারা আমার সাথে একমত হবেন। ঐ ড্রোনটি নিশ্চই গুপ্তচর রোবট। আমি সত্যি বলছি কি না? উত্তর পাবেন ২০১২তে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।