আমাদের কথা খুঁজে নিন

   

এক্সিবিশন ম্যাচ- বার্সালোনা ৩- ১ ব্রাজিল । মেসির ২ গোল !!

আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। আমি কিছু বলতে চাই। আমাকে বলতে দিন.। আজ বিকাল সাড়ে চারটায় অনুষ্ঠিত ব্রাজিল এবং বার্সালোনার মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ এ ৩-১ গোলে জয় পেয়েছে বার্সালোনা। বার্সালোনার ক্যাম্প নোউ মাঠে এই ম্যাচটি দেখার জন্য উপচে পড়া দর্শক ছিল।

বড় দিন এবং নিউ ইয়ার এর উপলক্ষে ক্লাব বনাম ইন্টারন্যাশনাল টিম এর এই খেলাটি হয়। আজকের ম্যাচে পুরা ম্যাচ জুড়ে তারকা ছিলেন লিয়নেল মেসি। ৩ গোলের ২ টি তিনি নিজে করেছেন এবং অপরটি তার সহায়তায় জাভি গোল দেন। অন্যদিকে ব্রাজিলের একমাত্র গোলটি করেন নেইমার। পুরা ম্যাচটিতে বার্সালোনা আধিপাত্য করে।

বল পজিশন ৫৭% - ৪৩%। ব্রাজিল গোলের সুযোগ একটি করতে পারে এবং বলটি জালে ঢুকান নেইমার। অপরদিকে বার্সালোনার স্কোর ৫ গোল হতে পারতো এমনকি মেসির গোল সংখ্যা চার হতে পারত। মেসির ২ টি শট বার এ লেগে ফিরে আসে। ম্যাচের শুরুর ৭ মিনিটের মাথায় ফ্যাব্রিগাসের থ্রু বলে ডিবক্সের বাইরে থেকে চোখ ধাধানো শট নেন মেসি।

এবং ৭ মিনিটেই প্রথম গোলের দেখা পান। পরে ২৩ মিনিটের মাথায় পাতোর ক্রসে গোলটি শোধ করেন নেইমার। প্রথমার্ধো শেষ হয় ১-১ গোলে। পরবর্তীতে ৬১ মিনিটে গোল করেন জাভি। শেষ গোলটি আসে ৮৩ মিনিটে মেসির পা থেকে।

৯০ মিনিট শেষে স্কোর দাঁড়ায় ৩-১। ম্যান অফ দ্যা ম্যাচ লিয়নেল মেসি। দুঃক্ষিত ম্যাচটি আসলে ঘটেছে ল্যাপটপে । ফিফা ১২ এ খেলে তার বিবরন দিলাম। আশাকরি রাগ করেন নাই।

ব্রাজিলের সাপোর্টার ভাইয়েরা মন খারাপ কইরেন না। একটু খানি মজা করিলাম আপনাদের সাথে। সবাই কে নতুন বছরের শুভেচ্ছা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।