আমাদের কথা খুঁজে নিন

   

প্রথম ব্লগীয় ফটোগ্রাফিক এক্সিবিশন শুরু হতে যাচ্ছে । আপনি অংশগ্রহণ করছেন তো?

মন বসে না পড়ার টেবিলে

ফটো এক্সিবিশনের জন্য দেশে বেঙ্গল গ্যালারী,শিল্পকলা একাডেমীর মত অনেক স্থান আছে এমনকি চারুকলার পাশে ছবির হাটের মত অনেক ফটো এক্সিবিশনের বিকল্প ব্যবস্থাও গড়ে উঠেছে । হঠাৎ মাথায় আসলো ব্লগে ছবি প্রদর্শনীর একটা আয়োজন করলে কেমন হয় ! ব্লগেও তো অনেক নিয়মিত ফটোগ্রাফার আছেন । তাই আমার অনুর্বর মস্তিষ্কপ্রসূত একটি পরিকল্পনা বাস্তবায়ন করতে সাহায্য চাই । আগামী ১২ ফেব্রুয়ারী ২০১১ রাত ১২টায় প্রথম ব্লগীয় ফটো এক্সিবিশন আয়োজন করতে যাচ্ছি । একটু সময় নিলাম কারণ অনেক ব্লগারই হয়ত প্রতিদিন ব্লগে বসার সময় করে উঠতে পারেন না ।

১২ তারিখ রাত ১২টায় আমি নতুন একটি ছবিব্লগ পোস্টের অবতারণা করতে যাচ্ছি ইনশাল্লাহ । ওই পোস্টে আপনাদের পাঠানো ছবিগুলো থাকবে । সঙ্কোচ করবেন না । মোবাইলেই হোক নাকি পয়েন্ট এন্ড শুট ডিজিটাল ক্যামেরায়,নাকি ডিএসএলআর এই হোক ছবি পাঠাতে দ্বিধা করবেন না । আপনার তোলা প্রিয় মাত্র দুটি ছবি চাচ্ছি ।

সুতরাং ব্লগের সকল ছবিতোলক আপনাদের ব্লগে প্রকাশিত কিংবা অপ্রকাশিত ছবির লিংক এই পোস্টে দিয়ে যান । ছবিগুলো ফ্লিকারে,পিকাসায় ফুল রেজোলুশনে আপলোড করে ছবির লিংক দিলে সবচেয়ে ভাল হয় । প্রাথমিকভাবে কয়েকটি নিয়ম চালু করছি । ১. একজন ব্লগার সর্বোচ্চ দুইটি ছবি দিতে পারবেন । ২.ছবিটি অবশ্যই নিজের হতে হবে (অন্য কারো তোলা কিংবা ইন্টারনেট থেকে সংগ্রহ করা ছবি গ্রহণযোগ্য হবে না তবে অন্য কারো ক্যামেরায় নিজের তোলা ছবি গ্রহণযোগ্য) ৩.ছবির একটি শিরোনাম থাকতে হবে ।

৪.কোন ক্যামেরায় তোলা তার উল্লেখ থাকতে হবে । এই বিষয়ে কোন জিজ্ঞাসা কিংবা কোন সুচিন্তিত মতামত থাকলে জানাতে দ্বিধা করবেন না ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.