আমাদের কথা খুঁজে নিন

   

"বিদায়"

নিপুণ লেখনীর শানিত গর্জন / লিখব আজ নিপুণ কথন যদি হঠাৎ হারিয়ে যাই- জানি খুঁজবে না আমায়, মনে মনে খুশি হবে ; ভাববে, ভালই হয়েছে- আপদ বিদেয় হয়েছে ! মনের ভেতর জমে থাকা ক্ষতগুলো বড় বেশী পোড়ায় ইদানীং, যন্ত্রণার তীব্রতায় নিজেই নিজেকে শেষ করে দিতে চায় । এই অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি চাই আমি তাইতো বহু দূরে চলে যাওয়ার প্রস্তুতি, নিজের ভেতর অন্য এক ‘আমি’-র অস্তিত্ব; সবকিছু থেকে নিজেকে গুঁটিয়ে নেওয়ার চেষ্টা । বিষণ্ণ একাকীত্বকে সঙ্গি করে পথে নামলাম ভেবো না ফিরে আসব । ভালবাসার দাবিগুলো তুলে নিলাম, আজ থেকে তুমি স্বাধীন ; ইচ্ছে মতো উরে বেড়াও এডাল থেকে ওডালে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।