আমাদের কথা খুঁজে নিন

   

বিদায় আর্টসেল, বিদায় ............

A "TRUTH" can walk naked but a "LIE" needs to be dressed . হুম আর্টসেল এর চলে যাওয়াটা কষ্টের। লিঙ্কন, এরশাদ এর গলা শুনে কলেজ, ভার্সিটি লাইফ পার করেছি, তাদের বিদায় অন্তরকে যে পোড়াবে এটাই স্বাভাবিক। কিন্তু আমি মনে করি তাদের এই সিদ্ধান্ত সঠিক ছিল। এরশাদকে বাদ দিয়েও হয়তো তারা ব্যান্ডটা চালিয়ে যেতে পারতো কিন্তু সেক্ষেত্রে ব্যান্ড তার নিজস্ব স্বকীয়তা হারাতো। আমরা আর আগের সেই আর্টসেল কে পেতাম না।

অনেকেই দেখলাম শেষ এ্যালবামটা রিলিজ করতে দেরি করছে বলে আর্টসেল এর চৌদ্দগুষ্টিকে ধুয়ে দিচ্ছেন। তাদের বলতে চাই আপনি যে আপনার বেতনভুক্ত কর্মচারীর মত করে তাদের কাজ সময়মত শেষ না করার জন্য গালাগালি দিচ্ছেন, তো তাদের এই কাজের বিনিময়ে আপনি তাদের কি দিবেন? কখনো গাঁটের পয়সা খরচ করে তাদের একটা এ্যালবাম কিনেছেন? আপনারা যে পয়সা দেন তাতে তো গান গেয়ে সংসার চলে না ভাই। তাদের সবাইকেই দিনে ৯ টা ৫ টা জব করতে হয়। তাও আবার গ্রামীণফোন সিটিসেল এর মত খাইশটা কম্পানিতে যাদের কাছে একদিন ছুটি চাইলে বলে "একদিন কেন? আপনি একবারে ছুটি নিয়ে নেন। আপনার আর আসতে হবে না।

" এর মধ্যে থেকে সময় বের করে চার প্রান্তের ৪ জন কে এক সাথে করা যে কতো কঠিন এটা যারা কখনো ফেস করেনি তাদের বঝান যাবেনা। আর প্রতিটা গান প্রসব করা কি কি পরিমাণ teamwork আর টাইম এর ব্যাপার সেই বেপারেও মনে হয় অনেকেরই ধারণা নেই। রাতের পর রাত জেগে করা কম্পোজিশন, ঘণ্টার পর ঘণ্টা গিটার টিউনিং, জ্যামিং, instrument এর synchronization এর ফলাফল এক একটা গান। তারপর সেটা যদি হয় কোন মেটাল ব্যান্ড তাহলে তো কথাই নেই। সময় আরও অনেক বেশি লাগে।

এর উপরে বর্তমানে একজন ব্যান্ড মেম্বার এর কাঁধে হাই প্রফাইল একটা মামলা ঝুলছে। আমি শুনেছি সুধু এই শেষ এ্যালবামটা করার জন্য সাজু নাকি বেশ কয়েকটি overseas Job অফার ফিরিয়ে দিয়েছে। আপনাদের দেয়া এই চাপ ও বিশ্রী সমালচনা নিতে না পেরেই শেষ পর্যন্ত ভেঙ্গে দিতে হল ব্যান্ডটি। আপনারা একটু ধৈর্যশীল হলে হয়ত আরও ১ বছর পরে হলেও তাদের এ্যালবাম আমরা শুনতে পেতাম। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।