আমাদের কথা খুঁজে নিন

   

কিছু মোবাইল কবিতা- কাঁপাইয়া ফেলান আপনার প্রেয়সীকে !!!

বাংলা ব্লগের আকাশে আজ দুর্যোগের ঘনঘটা। বাংলা ব্লগকে বাঁচাতেই আমার আবির্ভাব! ১) তোমার ফেইস আর তোমার ফিগার দুটোয় মিলে পুল করল আমার আবেগের ট্রিগার !!! ২) এখনও হয়নি শেষ তোমার ইন্টারভিউ কি করে বলি I love you !!! ৩) আজ রাতে ডিস্কোতে যাব দুজনেই করব ড্যান্স আমাদের লাভ স্টোরি হয়ে যাবে বহু এডভান্স !!! ৪) তোমার প্রাণের ওভেনটাতে ভালবাসার রুটি আমি অনেক স্যাকেছি প্রতিদিনের ইতিহাস টা মেমোরিতে স্টোর করে ত রেখেছি । ভাগ্যিস তুমি গিলেছিলে আমার প্রেমের বড়শি তা নাহলে ভালবাসা বিদ্যায় আমি কি করে হতাম পারদর্শী ? তোমাকে মিডিয়াম করেই ত ভালবাসার ম্যাজিক টা আমি শিখেছি । ৫) তোমার দেহে আছে অঢেল রূপ সঙ্গে আছে গুণ প্রাণে তোমার আছে প্রেমের জলন্ত আগুন আমি তোমাকেই চাই মেয়ে তোমাকেই চাই । ৬) তোমার প্রেম স্কুলে আমায় ভর্তি নাও ধীরে ধীরে প্রেমের লেসন আমাকে শিখাও!!! Love is a fun club with only two fans !! (অফটফিক - এ কবিতা গুলা আমার লিখা নয় । কার লিখা জানি না - মনে নাই । আমি সংগ্রহে রাখছিলাম - এগুলাই শেয়ার করলাম । সকল প্রশংসা আর নিন্দা ওই ব্যাটার । আমার কিছু না !!! সবাই ভাল থাকবেন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.