আমাদের কথা খুঁজে নিন

   

থার্টিফার্স্ট নাইট - ডিস্কো, হট ড্যান্স সাম্বা’র প্রস্তুতি

আমি আমার আনন্দে লিখি!!! তোহুর আহমদ: ডিস্কো, হট ড্যান্স, ডিজে, সাম্বা, ফায়ার ওয়ার্ক আর লেজার শো’র প্রস্তুতি রাজধানীর অভিজাত এলাকা গুলশান-বনানীতে। খৃষ্টিয় নববর্ষকে বরণ করতে থার্টি ফার্স্ট নাইটে গুলশান-বনানীতে চলছে নানা আয়োজন। পিছিয়ে নেই পাঁচ তারকা হোটেলগুলোও। নামী ডিজে, ডিস্কো ড্যান্সার আর নৃত্যশিল্পীরা গুলশান-বনানীর বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করবেন। তবে এবার গুলশান-বনানীতে অনুমোদনহীন কোন অনুষ্ঠান আয়োজন করতে দেয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

একইভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুমোদন ছাড়া কোন অনুষ্ঠানেই মদ বা বিয়ার সরবরাহ করা যাবে না। পারমিটধারী ব্যক্তি ও বিদেশী নাগরিকরা তাদের পারমিট দেখিয়ে মদ-বিয়ার পান করতে পারবেন। গুলশানের পাঁচ তারকা হোটেল ওয়েস্টিনে একাধিক ডিজে পার্টি, ডিস্কোসহ বেশ কয়েকটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। ওয়েস্টিনের নিজস্ব আয়োজন ছাড়াও বিভিন্ন ইভেন্ট থাকছে। থার্টি ফার্স্ট নাইটে নিউ ইয়ার ইভ ‘ফারেনহাইট’ অনুষ্ঠানে থাকছে লাইভ মিউজিক, লাইভ ড্যান্স শো, ডিজে, ফ্যাশন শো।

অনুষ্ঠানের প্লাটিনাম টিকিটের দাম ৩০ হাজার টাকা, গোল্ড টিকিটের দাম ১০ হাজার টাকা। টিকিটের সঙ্গে সীমিত পানীয় সরবরাহ করা হবে। ফারেনহাইটের আয়োজক রকি রেহমান জানান, অনুষ্ঠান আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন। এতে উপস্থাপনা করবেন অভিনেত্রী রুমানা মালিক মুনমুন। সন্ধ্যায় শুরু হয়ে চলবে ভোর রাত পর্যন্ত।

হোটেল রিজেন্সিতে বর্ষবরণের নানা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। ইভেন্ট আয়োজক সৈয়দ আহসান অভি জানান, হোটেলের ১৪ তলা থেকে শুরু করে সুসজ্জিত রুফটপে অনুষ্ঠান চলবে মধ্যরাত পর্যন্ত। আয়োজনে থাকছে ওপেন এয়ার ফায়ার ওয়ার্কস, লেজার শো, ফ্যাশন শো এবং ডিজে। রাজধানীর সেরা ডিজেরা মাতাবেন উপস্থিতদের। শিগগিরই বিজ্ঞাপনের মাধ্যমে রিজেন্সিতে প্রবেশমূল্য জানিয়ে দেয়া হবে।

গুলশানের অভিজাত হোটেল সেরিনায় নিউ ইয়ার ইভ ধামাকা অনুষ্ঠানের আয়োজন করেছে ইভেন্ট আয়োজক রেড ডট। প্রতিষ্ঠানের কর্ণধার জয়নুল আবেদিন জানিয়েছেন, সেরিনায় অনুষ্ঠান হবে উপভোগ্য। থাকবে হট ড্যান্স, লাইভ ফ্যাশন শো, লাইভ মিউজিক। অতিথিদের সঙ্গে নাচবেন ডিজে অন্তরা, মিথিলা, অরপা, কুইন ও এলিজাবেথ। লেজার শো ও হট মিউজিকের সঙ্গে থাকবে ড্যান্স।

রাজধানীর সবচেয়ে বড় পাঁচ তারকা হোটেল রেডিসনে চোখ ধাঁধানো সব অনুষ্ঠানের আয়োজন থাকছে। সেদিন হোটেলে বিশেষ খাবারের আয়োজন করা হবে। বারে বিখ্যাত সব ব্র্যান্ডের পানীয় সরবরাহ করা হবে। নতুন বছরকে বরণ করতে হোটেলকে সাজানো হবে বিশেষভাবে। হোটেলের সহকারী পরিচালক (বিক্রয়) জুনায়েদ জানিয়েছেন, গতবার অনেকগুলো অনুষ্ঠান আয়োজন করায় নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছিল।

তাই এবার উৎসব ও গ্র্যান্ড বলরুমে থার্টি ফার্স্টের অনুষ্ঠান করা হবে। তবে এ দু্থটি জায়গায় অনুষ্ঠান করবে বাইরের আয়োজকরা। তাদের আয়োজনে ডিজে পার্টি, লাইভ মিউজিক, ফ্যাশন শো সহ বিভিন্ন আয়োজন থাকবে বলে জানিয়েছে তারা। তেজগাঁও লিংক রোডে অবস্থিত বিনোদন ক্লাব ফুওয়াং বোলিং ক্লাবে রাতভর নানারকম ফুর্তির আয়োজন থাকছে। এদিন সদস্য ছাড়া বাইরের অতিথিদের প্রবেশে কড়াকড়ি করা হবে বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

ক্লাবের ব্যবস্থাপনা পরিচালক নূর ইসলাম জানিয়েছেন, থার্টি ফার্স্ট নাইটে ডিজে, লেজার শো, লাইভ মিউজিক ও লাইভ ডিস্কো’র আয়োজন করা হয়েছে। আকর্ষণীয় পোশাকে সেদিন তরুণীরা হাজির হবেন অতিথিদের সামনে। ক্লাবের বারে উন্নতমানের পানীয় সরবরাহ করা হবে। সেদিন মধ্যরাত পর্যন্ত ক্লাব খোলা থাকবে। এছাড়া গুলশান ক্লাব, উত্তরা ক্লাব, ঢাকা ক্লাব, ক্যাডেট কলেজ ক্লাব, লেডিস ক্লাব তাদের সদস্যদের জন্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবে।

এসব অনুষ্ঠানও মধ্যরাত পর্যন্ত চলবে। তবে এসব অনুষ্ঠানের জন্য কোন টিকিট বিক্রি করা হবে না। নববর্ষের দিন গুলশান-বনানী এলাকায় গাড়ি চলাচল নিয়ন্ত্রিত থাকবে। বিশেষ বিশেষ সড়কে যান চলাচল বন্ধ থাকবে। সেই সঙ্গে থাকবে একাধিক চেকপোস্ট।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন, ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান। র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল রাশিদুল আলম জানিয়েছেন, নববর্ষের নামে রাস্তায় কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেয়া হবে না। তবে নিজেদের বাড়িতে কেউ অনুষ্ঠান উদযাপন করলে তাতে কোন আপত্তি থাকবে না। সেদিন সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত রাস্তায় কড়া নজরদারি করা হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো উপ-অঞ্চলের উপ-পরিচালক মজিবুর রহমান পাটোয়ারী জানিয়েছেন, নববর্ষের দিন সন্ধ্যা থেকেই সবগুলো বার বন্ধ থাকবে।

নববর্ষ উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে বিশেষ কোন অনুমতি দেয়া হয়নি এবং হবে না। সেদিন রাতে অবৈধভাবে মদ-বিয়ার সহ মাদকদ্রব্য বিক্রি ও সেবন প্রতিরোধে ঢাকায় বিশেষ অভিযান চালানো হবে। এ জন্য বিশেষ ৫টি টিম গঠন করা হয়েছে। গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার আশরাফুল আজিম জানিয়েছেন, গুলশান-বনানী এলাকায় বিশৃঙ্খলা রোধে রাতভর তৎপর থাকবে পুলিশ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।