আমাদের কথা খুঁজে নিন

   

নীল পদ্য দশঃ পাপের পূজারী

আমি নীল, আমি কালো, আমি মন্দ হয়েও ভালো জানালা- বেড়ায় মায়া, আবেগের চাল ছাওয়া, গুঁড়িয়ে দিয়েছো স্বপ্নের ঘর-বাড়ি। ভুলেছো প্রথম ছোঁয়া, শিউলি শিশির ধোয়া, পালিয়ে গিয়েছো, শোনো, আমিও তা পারি। চোখের তরল জল, মুছে আমি অবিচল, শরীরে আঁচড় কাটে কামুক কুমারী। তোমার স্পর্শ ঢাকে, তাদের দেহের বাঁকে, প্রেম নয়, আমি আজ পাপের পূজারী।  


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।