আমাদের কথা খুঁজে নিন

   

এলিয়েনের খোঁজে যুক্তরাজ্যের জ্যোতির্বিজ্ঞানীরা

এক্সট্রা এনার্জি এক্সচেঞ্জার সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে মহাকাশের নক্ষত্ররাজি হতে বহির্জাগতিক প্রাণের অনুসন্ধান করার জন্য তৈরি হচ্ছেন ব্রিটিশ বিজ্ঞানীরা। ব্রিটেনে ভিন গ্রহের বুদ্ধিমান প্রাণীদের (যদি থাকে) খুঁজে বের করতে ১১ টি প্রতিষ্ঠানের সমন্বয়ে একটি নেটওয়ার্ক তৈরি করা হয়েছে, যেখানে রাজকীয় জ্যোতির্বিজ্ঞানী- স্যার মারটিন রিস গুরুদায়িত্ব পালন করবেন। মহাবিশ্বের প্রতিটি নক্ষত্র পরিভ্রমনে গিয়ে প্রাণের অনুসন্ধান করা অসম্ভব । যদি মানুষের মত বুদ্ধিমান কোন প্রাণীর অস্তিত্ব থাকে তাহলে তারা আমাদের মত করেই বহির্জাগতিক সভ্যতার সন্ধান করার জন্য মহাশুণ্যে বেতার তরঙ্গ আকারে সংকেত পাঠাবে। তাই ভিনগ্রহবাসীদের খোঁজার জন্য মূলত এরকম বেতার সংকেতের অনুসন্ধান করা হয়।

ব্রিটেনের উক্ত গবেষক দলটি রেডিও টেলিস্কোপ ব্যবহার এবং তথ্য-উপাত্ত বিশ্লেষণ করার কাজে দাতা সংস্থাগুলোর নিকট হতে প্রতি বছর ১ মিলিয়ন পাউন্ড করে অনুদান চেয়েছে। উল্লেখ্য যে, আমেরিকাতে বর্তমানে এলিয়েন অনুসন্ধানের অধিকাংশ কর্মকান্ডই ব্যক্তিগত অনুদানের ভিত্তিতে পরিচালিত হয়। যুক্তরাজ্যের Seti (সার্চ ফর একস্ট্রা টেরিষ্ট্রিয়াল) রিসার্চ নেটওয়ার্ক সংক্ষেপে UKSRN এর সমন্বয়ক এলান পেনি এবং এসটি. এন্ড্রুস বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা বিবিসি-কে বলেন যে “কাজে লাগানোর জন্য প্রয়োজনীয় অভিজ্ঞতাসুলভ জ্ঞান ব্রিটেনে রয়েছে। জ্যোতির্বিজ্ঞানের গবেষণায় যত অর্থ ব্যায় করা হয়, আমরা যদি তার অর্ধেকও পেতাম তবে বিষ্ময়কর কিছু করে দেখাতে পারতাম। আমরা আমেরিকানদের সমকক্ষ হয়ে উঠতাম”।

এলান পেনি বলেন, “কোথাও এলিয়েনদের অস্তিত্ব রয়েছে কিনা সে ব্যাপারে তার কোন ধারনা নেই। এমনও হতে পারে বিশ্বজগতে কেবলমাত্র মানুষেরাই বিচরণ করছে। কিন্তু যদি মানবজাতি ছাড়াও অন্য কেউ থাকে তাহলে সেটা ভিন্নরকম এক মজার ব্যাপার হবে”। খবর সূত্রঃ www.sciencetech24.com বিশ্বের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ২৪ ঘন্টার বাংলা নিউজ পোর্টাল।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।