আমাদের কথা খুঁজে নিন

   

এলিয়েনের সঙ্গে সাক্ষাৎ!

আগামী ২০ বছরের মধ্যেই এলিয়েনের সঙ্গে মানুষের সাক্ষাৎ হবে। মুখোমুখি হবে মানুষ আর ভিনগ্রহের প্রাণী। রাশিয়ার শীর্ষস্থানীয় এক জ্যোতির্বিদ এ ভবিষ্যদ্বাণী করেছেন। রাশিয়ান একাডেমী অব সায়েন্সের পরিচালক ও জ্যোতির্বিদ প্রফেসর অ্যান্ড্রেই ফিঙ্কেলস্টেইন বলেন, ছায়াপথে সূর্যকে কেন্দ্র করে যেসব গ্রহ আবর্তিত হচ্ছে তার মধ্যে ১০ ভাগই পৃথিবীর মতো। ওই গ্রহগুলোর কোনোটিতে পানি পাওয়া গেলে সেখানেই প্রাণের অস্তিত্ব পাওয়া সম্ভব বলে তিনি জানান।

মস্কোয় অনুষ্ঠিত 'ভিনগ্রহের প্রাণীর খোঁজে' শীর্ষক আন্তর্জাতিক ফোরামে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন। তিনি বলেন, পরমাণুর গঠনের মতোই ভিনগ্রহে প্রাণের অস্তিত্বকে উপেক্ষা করা যায় না। অন্যান্য গ্রহে প্রাণের অস্তিত্ব রয়েছে এবং ২০ বছরের মধ্যেই আমরা তার খোঁজ পাব। এলিয়েন দেখতে কেমন হবে এমন প্রশ্নের জবাবে ফিঙ্কেলস্টেইন বলেন, তারা দেখতে মানুষের মতোই হবে। মানুষের মতো তাদেরও দুই হাত, দুই পা ও একটি মাথা থাকবে।

আমাদের মতো এলিয়েনদের গায়ের রঙেও পার্থক্য থাকবে। বিভিন্ন বর্ণের এলিয়েন হবে। ষাটের দশকে ফিঙ্কেলস্টেইনের প্রতিষ্ঠান ভিনগ্রহে রেডিও সংকেত পাঠায়। এ প্রসঙ্গে প্রফেসর ফিঙ্কেলস্টেইন বলেন, ওই সময় আমরা হন্যে হয়ে ভিনগ্রহের প্রাণিসভ্যতার সন্ধান করেছিলাম। আমরা মূলত এখন এলিয়েনদের ফিরতি বার্তার অপেক্ষা করছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।