আমাদের কথা খুঁজে নিন

   

জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল

Every emotion have a feelings. But every feelings have no emotion. জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল আগামীকাল (২৮ ডিসেম্বর,২০১১) বিকাল ৪.৩০ ঘটিকায় প্রকাশ করা হবে। এবার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ই-মেইল এর মাধ্যমে ফল পাঠানো হবে। শিক্ষাবোর্ড সমূহের প্রতিটি স্কুল/মাদরাসার জন্য ভিন্ন ভিন্ন ই-মেইল আইডি তৈরী করা হয়েছে। কোন প্রতিষ্ঠানের ই-মেইল আইডির ধরন হবেঃ [সংশ্লিষ্ট বোর্ডের নামের ১ম তিন অক্ষর][প্রতিষ্ঠানের EIIN নাম্বার]@educationboard.gov.bd উদাহরণসরূপঃ ঢাকা বোর্ডের কোন প্রতিষ্ঠানের EIIN নাম্বার যদি 108181 হয় তবে ঐ প্রতিষ্ঠানের ই-মেইল আইডি হবে এবং পাসওয়ার্ড হবে EIIN নাম্বার অর্থাৎ 108181 উল্লেখ্য, এখানে ক্লিক করে দেশের সকল প্রতিষ্ঠানের EIIN নাম্বার ডাউনলোড করা যাবে । ই-মেইলে পরীক্ষার ফলসহ যাবতীয় তথ্যাদি পাওয়ার জন্য নিন্মের ধাপগুলো অনুসরন করতে হবেঃ ১) প্রথমে এখানে ক্লিক করুন ২) Email Address এর ঘরে ই-মেইল আইডি এবং Password এর ঘরে EIIN নাম্বার লিখে Login বাটনে ক্লিক করুন ৩) ই-মেইল Open হবে ৪) Inbox এ ক্লিক করুন ৫) Inbox Open হবে ৬) Subject এর উপর ক্লিক করুন ৭) Mail Open হবে ৮) Download এ ক্লিক করলে PDF আকারে উক্ত প্রতিষ্ঠানের সম্পূর্ণ Result Sheet টা Download হবে। আর Rollwise Result পেতে হলে এখানে ক্লিক করুন । আশা করি আমার এই পোষ্টটা ফলপ্রত্যাশীদের কাজে লাগবে। সবার ভালো ফলের প্রত্যাশায় শেষ করছি।।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.