আমাদের কথা খুঁজে নিন

   

তোমরা পতাকা দাও যারে

কয়েকদিন আগে একটা রিফ্রেশার্সস ট্রেনিং কোর্স করছিলাম। একটা সেশন নিলেন একজন অবসর প্রাপ্ত সচিব। আলোচনার ফাঁকে তিনি বিভিন্ন অভিজ্ঞতার কথা বলছিলেন। চমকপ্রদ সব কথা গোগ্রাসে গিলেছিলাম। একটা জায়গায় এসে তিনি বললেন, ‍‌‍‌‌‌‌‌‌‌‌‌‌‌''পাকিস্তান সিভিল সার্ভিস পরীক্ষয় উত্তীর্ণদের প্রথম বিশজনকে পাঁচ বছর পরেই ডিসি করা হতো।

ব্রিটিশ আমলেও একই পদ্ধতি অনুসরন করা হতো। ভেবে দেখ একজন তরুণ যার এখন সংসার হয় নি কিংবা সংসার হলেও শুধুমাত্র সংসারের কারনে পিছুটান ততটা গভীর হযনি যেমন একজন পিতার হয়; তার পক্ষে অনেক কিছুই করা সম্ভব। তাৎণিক সিদ্ধান্ত নেয়া, দ্রুত সিদ্ধান্ত নেয়া এই তরুনে পক্ষে যতটা সম্ভব একজন পঞ্চাশ উর্ধ্ব সংসারী মানুষের পক্ষে কতটা সম্ভব? একজন তরুন হয়তো একদল দুবৃত্ত-বিশৃঙ্খলা সৃষ্টিকারীর বিপরীতে গুলি ছোঁড়ার হুকুম দিতে দ্বিধা করবেন না। কিন্তু বয়োঃবৃদ্ধ লোকটি এমন হুকুম দেয়ার আগে চিন্তা করবেন আমারও তো এমন একটা ছেলে আছে কিংবা এ লোকটারওতো আমার মতো ঘরে বউ আছে ছেলে-মেয়ে আছে কি দরকার আছে থাক না। ” খুবই অবাক হলাম কথাটা শুনে।

উপরের কথাটুকুতে কেউ কেউ হয়তো পাকিস্তানি শাসনের বা বৃটিশ ঔপনিবেশিক শাসনে নেতিবাচক উপলব্ধি নিয়ে আসতে পারেন কিন্তু একটা বিষয় স্বচ্ছ যে মেধা ও তারুন্যকে এখানে গুরুত্ব দেয়া হয়েছে। যাদের আজকে আমরা উন্নত বলি সব দেশই তরুনদের উপর ভর করে এগিয়ে চলেছে। রাজনীতি, অর্থনীতি, ব্যবসা, প্রশাসন সবকিছুতেই। বারক ওবামার বয়স কত? ৫০ বছর। ব্রিটিশ প্রধানমন্ত্রি ডেভিড ক্যামেরুনে বয়স মাত্র ৪৩ বছর।

বঙ্গবন্ধু যখন প্রধানমন্ত্রি হন তখন তার বয়স ৫০ কি ৫১ বছর। কিন্ত আমাদের বর্তমান দেশের দিকে তাকিয়ে দেখুন একদল বুড়ো এই দেশটাকে নিয়ে এগিয়ে চলেছে। জানেনইতো বুড়োদের গতি হয় খুবই শ্লথ, দৃষ্টিশক্তি ক্ষিণ। আর তাদের হাত ধরে আমরা এগিয়ে চলেছি পেঙ্গুইনের মতো দুলেদুলে। আমাদের রাজনীতিবিদদের দিকে তাকালে আমি সবচেয়ে বেশি অবাক হই।

মনে হয় এক একজন যেন ইতিহাসের পাতা থেকে উঠে এসেছে। এঁরাই একদিন দেশকে স্বাধীন করার জন্য নেতৃত্ব দিয়েছিলো। আবার রাজকারদের কথাই বিবেচনা করুন। এরাই সেদিন রাজাকার ছিলো। কত বয়স ছিলো তখন তাদের? এখনো তারাই নেতৃত্ব দিচ্ছে দেশটাকে! আজকের সেই তরুনরা কোথায় যাদের স্মরণ করা হবে ৩০/৪০ বছর পরে? কেউ কি এমন একজন তরুণকে দেখাতে পারেন? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.